Advertisement
  • প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২৫, ২০২৩

‌বাংলার তিতাসের হাত ধরে এশিয়ান গেমসে সোনা ভারতের মহিলা দলের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌বাংলার তিতাসের হাত ধরে এশিয়ান গেমসে সোনা ভারতের মহিলা দলের

শেষ পর্যন্ত সোনা আসবে তো?‌ একসময় আশঙ্কা তৈরি হয়েছিল। তিতাস সাধুর প্রাথমিক ধাক্কা সামলে শ্রীলঙ্কাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন নীলাক্ষি ডি সিলভা এবং ওশাদি রনসিঙ্ঘে। সপ্তদশ ওভারের প্রথম বলেই নীলাক্ষিকে তুলে নেন পুজা বস্ত্রকার। আর এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনা জিতল ভারত। বল হাতে দুরন্ত পারফরমেন্স বাংলার তিতাস সাধুর। তিনিই দেশের সোনা জয়ের ভিত গড়ে দিয়েছিলেন।
হাংঝৌয়ের পিংফেং ক্যাম্পাস ক্রিকেট গ্রাউন্ডে সোনা জয়ের লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল ভারত।  চতুর্থ ওভারে ফিরে যান শেফালি ভার্মা (‌৯)। এরপর ভারতকে টেনে নিয়ে যান স্মৃতি মানধানা ও জেমিমা রডরিগেজ। দুজনের জুটিতে ওঠে ৭৩ রান। রনবীরার বলে আউট হন মানধানা। ৪৫ বলে তিনি করেন ৪৬। মিডল অর্ডার চূড়ান্ত ব্যর্থ। নির্বাসন কাটিয়ে দলে ফেরা অধিনায়ক হরমনপ্রীত কাউর করেন ২। ৪০ বলে ৪২ করে আউট হন জেমিমা রডরিগেজ। ২০ ওভারে ভারত তোলে ১১৬/‌৭।
জয়ের জন্য ১১৭ রানের টার্গেট শ্রীলঙ্কার কাছে খুব একটা কঠিন ছিল না। কিন্তু নিজের প্রথম ওভারেই অনুষ্কা সঞ্জীবনী (‌১)‌ ও ভিষ্মি গুনরত্নেকে (‌০)‌ তুলে নেন তিতিস সাধু। এক ওভার পরেই চামারি আটাপাট্টুকে (‌১২)‌ ফিরিয়ে শ্রীলঙ্কাকে ব্যাকফুটে পাঠিয়ে দেন। চাপ কাটিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন হাসিনি পেরেরা (‌২৫)‌, নীলাক্ষি ডি সিলভারা (‌২৩)‌। এই দুই ব্যাটার আউট হতেই শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়। ওশিদি রণসিঙ্ঘে (‌১৯)‌ চেষ্টা করেছিলেন, কিন্তু তাঁর প্রয়াস কাজে লাগেনি। ২০ ওভারে শ্রীলঙ্কা তোলে ৯৭/‌৮। দুরন্ত বোলিং করে ৪ ওভারে ১টি মেডেনসহ ৬ রানে ৩ উইকেট তুলে নেন তিতাস সাধু। ২০ রানে ২ উইকেট রাজেশ্বরী গায়কোয়াড়ের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!