Advertisement
  • চা । রু । ল । তা
  • মার্চ ১৪, ২০২৩

বন্দেভারত চালিয়ে এশিয়ার প্রথম প্রমীলা লোকো পাইলট সুরেখার নয়া নজির

আরম্ভ ওয়েব ডেস্ক
বন্দেভারত চালিয়ে এশিয়ার প্রথম প্রমীলা লোকো পাইলট সুরেখার নয়া নজির

মুম্বাই-পুণে-শোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস চালনার দায়িত্ব পেলেন এশিয়ার প্রথম লোকো পাইলট সুরেখা যাদব। ৩৪ বছর হল ট্রেন চালানোর পেশায় রয়েছেন । দুই বছর আগে আন্তর্জাতিক নারী দিবসে বন্দে ভারত এক্সপ্রেস চালাবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সে ইচ্ছা আজ পূরণ হল। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁর ছবি দিয়ে নিজে  টুইটারে  একথা জানিয়েছেন।

সুরেখা বলেন, আমি ভারতীয় রেলের কাছে কৃতজ্ঞ যে আমাকে অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সুযোগ দেওয়া হয়েছে।  বন্দে ভারত  যেহেতু অত্যন্ত উন্নত প্রযুক্তির ও উচ্চ গতিসম্পন্ন ট্রেন, তাই  চালাবার জন্য তিনি বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন। প্রথম দিন তাঁর দায়িত্বে শোলাপুর থেকে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাসের দিকে রওনা দেয় বন্দে ভারত এক্সপ্রেস। নির্দিষ্ট সময়ের পাঁচ মিনিট আগে ট্রেন নিয়ে তিনি গন্তব্যে পৌঁছান।

 সাতারার বাসিন্দা সুরেখা স্থানীয় সেন্ট পল কনভেণ্টের ছাত্রী ছিলেন।সেখান থেকে পড়াশোনা শেষ করার পর ইঞ্জিনিয়ারিংয়ে তিনি ডিপ্লোমা করেন। ১৯৮৮ সালে এক জন সহকারী ট্রেনচালক রূপে সুরেখা কর্মজীবন শুরু করেন । ১৯৯৬ সালে পণ্যবাহী  রেলের  চালক রূপে  নিযুক্ত হন। ২০১০ সালে তাঁকে মুম্বই-পুণেগামী ডেকান কুইন এক্সপ্রেসের দায়িত্ব দেওয়া হয়। দেশের সবচেয়ে খাড়া এবং কঠিনতম রেলপথ বলে পরিচিত ভোর ঘাট দিয়ে সুরেখা ট্রেন চালিয়েছেন । বন্দে ভারত চালাবার আগে ভদোদরায় রেলেওয়ে ট্রেনিং ইনস্টিউটে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। নিজের কাজের জন্য জীবনে বহুবার পুরস্কৃত হয়েছেন। দ্রুতগামী ট্রেনটির  প্রথম মহিলা পরিচালক হিসেবে অনন্য এক  স্বীকৃতি পেলেন  মহারাষ্ট্রের  ৫৮ বছরের সুরেখা । 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!