Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ১৮, ২০২৪

অসমে রাহুল। ন্যায় যাত্রা থেকে হেমন্ত সরকারের সমালোচনা

আরম্ভ ওয়েব ডেস্ক
অসমে রাহুল। ন্যায় যাত্রা থেকে হেমন্ত সরকারের সমালোচনা

বৃহস্পতিবার অসমের শিবসাগরে পৌঁছল রাহুল গান্ধির “ভারত জোড়ো ন্যায় যাত্রা।” রাহুল গান্ধি শিবসাগর পৌঁছন। তিনি বলেন, “কেন্দ্রের বিজেপি সরকার দেশের মানুষকে ন্যায়ের শাসন দিতে পারেনি।” অসমে এনআরসি-র নামে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই প্রসঙ্গে রাহুল গান্ধি বলেন, “অসমে কি হয়েছে, তা আপনারা জানেন।”

“ভারত জোড়ো ন্যায় যাত্রা” আসামে প্রবেশের পরপরই, বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধি দাবি করেন যে সম্ভবত ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার অসমে শাসন ক্ষমতায় আছে। শিবসাগর জেলার হলোয়াটিংয়ে দলীয় কর্মীদের সামনে ভাষণ দেন রাহুল। পদযাত্রাটি এদিন নাগাল্যান্ড থেকে আসামে প্রবেশ করে। রাহুল গান্ধি ক্ষমতাসীন বিজেপি এবং তার মতাদর্শী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-কে ঘৃণা ছড়ানো এবং জনসাধারণের অর্থ লুট করার অভিযোগে অভিযুক্ত করে নিন্দা করেন।

রাহুল গান্ধি বলেন, “সম্ভবত, ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার চলছে আসামে। আমরা ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’-এর সময় আসামের ইস্যু তুলে ধরব। পার্বত্য রাজ্য মণিপুর গত বছরের ৩ মে থেকে জাতিগত সহিংসতা চলছে। রাজ্যটিকে বিভক্ত করার প্রয়াস চলছে এসব জেনেও প্রধানমন্ত্রী সেখানে যাননি। নাগাল্যান্ডে নাগা রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য নয় বছর আগে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নাগাল্যান্ডের মানুষ এখন জিজ্ঞাসা করছে সেই চুক্তির কী পরিণতি?”

রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা কংগ্রেসের কোনও উপকারে আসবে না বলে বিজেপির ইতিমধ্যেই কটাক্ষ করেছে। বিজেপির এই বক্তব্যের পাল্টা জবাবে রাহুল গান্ধি বলেছেন, “গত বছরের ‘ভারত জোড়ো যাত্রা’ দেশের রাজনৈতিক আখ্যান বদলে দিয়েছে। বিজেপি এবং আরএসএস ঘৃণা ছড়াচ্ছে এবং একটি সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই করতে বাধ্য করছে। এই দলটির একমাত্র কাজ হল জনসাধারণের টাকা লুট করা এবং দেশকে শোষণ করা।”
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির নেতৃত্বে ৬,৭১৩ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা, ১৪ জানুয়ারি মণিপুর থেকে শুরু হয়েছে, ২০ মার্চ মুম্বাইয়ে শেষ হবে৷ যাত্রার অসম পর্ব ২৫ জানুয়ারী পর্যন্ত চলবে। ভারত জোড় ন্যায় যাত্রা ১৫টি রাজ্যের ১১০টি জেলা পরিক্রমা করবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!