Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১৩, ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমু্দুল্লাহ

আরম্ভ ওয়েব ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমু্দুল্লাহ

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান দলের দুই অভিজ্ঞ ক্রিকেটারকে পরোক্ষে অবসর নেওয়ার বার্তা দিয়েছিলেন। একসপ্তাহ আগেই একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। এবার মুশফিকুরের রাস্তা বেছে নিলেন আর এক বর্ষীয়ান ক্রিকেটার মাহমুদ্দুল্লাহ। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে মাহমুদুল্লাহ লিখেছেন, ‘‌সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না। তারপরও একটা সময় শেষ বলে সামনে এগিয়ে যেতে হয়। শান্তি…আলহামদুলিল্লাহ।’ তিনি আরও লিখেছেন, ‘সমস্ত প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ তায়ালার। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’ ফেসবুক পোস্টে জাতীয় দলের সব সতীর্থ, কোচ এবং অনুগামীদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। বিশেষভাবে উল্লেখ করেছেন বাবা–মা, শ্বশুর, ভাই এমদাদুল্লাহ এবং স্ত্রী ও সন্তানদের নাম।
২০০৭ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। ২০০৭ থেকে ২০২৫, ১৮ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন মাহমুদউল্লাহ। ২৩৯টি একদিনের ম্যাচে করেছেন ৫৬৮৯ রান, ৪টি সেঞ্চুরি, ৩২টি হাফ সেঞ্চুরি। ৫০ টেস্টে ৫ সেঞ্চুরিসহ করেছেন ২৯১৪ রান। ১৪১ টি২০ ম্যাচের করেছেন ২৪৪৪ রান। দেশকে ৪৩ টি২০ ম্যাচে নেতৃত্বও দিয়েছেন, যার মধ্যে ছিল ২০২১ টি২০ বিশ্বকাপ। এছাড়া ভারপ্রাপ্ত হিসেবে নেতৃত্ব দিয়েছেন ৬টি টেস্টেও। ৩ সংস্করণ মিলিয়ে মোট ৪৩০টি আন্তর্জাতিক ম্যাচ। মুশফিকুর রহিম (৪৭০) ও সাকিব আল হাসানের (৪৪৭) পর বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। ২০২১ সালে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। আর টি২০ থেকে অবসর নেন ২০২৪ সালের অক্টোবরে।‌


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!