Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ৯, ২০২৪

ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

৮ ডিসেম্বর দিনটা ভারতীয় ক্রিকেটপ্রেমীরা নিশ্চিতভাবেই ভুলতে চাইবেন। পুরুষদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার কাছে টেস্টে পরাজয়। মহিলাদের ক্রিকেটে সেই অস্ট্রেলিয়ার কাছেই একদিনের ক্রিকেটে সিরিজ হারানো। ছেলেদের জুনিয়র ক্রিকেটেও ব্যর্থতা। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে হার। ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে প্রথমবার খেতাব জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ।
টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। যুধাজিৎ গুহ, চেতন শর্মা, নিখিল কুমার, কিরণ চোরমালেদের বোলিংয়ের সামনে তেমন সুবিধা করতে পারেননি বাংলাদেশ ব্যাটাররা। সপ্তম ওভারের প্রথম বলে কালাম সিদ্দিকিকে (‌১)‌ তুলে নিয়ে বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন যুধাজিৎ সিং। একাদশ ওভারে অন্য ওপেনার জাওয়াদ আবরারকে (‌২০)‌ তুলে নেন চেতন শর্মা। অধিনায়ক আজিজুল হাকিমকে (‌১৬)‌ ফেরান কিরণ চোরমালে।
৬৬ রানে ৩ উইকেট হারানোর পর মিডল অর্ডারে কিছুটা লড়াই করেন মহম্মদ সিহাব ও রিজওয়ান হোসেন। যদিও তা যথেষ্ট ছিল না। ৪৯.‌১ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ রান রিজওয়ানের ৪৭। মহম্মদ সিহাব করেন ৪০, ফরিদ হাসান ৩৯। ভারতের হয়ে যুধাজিৎ সিং ২৯ রানে ২টি, চেতন শর্মা ৪৮ রানে ২টি ও হার্দিক রাজ ৪১ রানে ২টি উইকেট নেন।
জয়ের জন্য ১৯৯ রান আপাতদৃষ্টিতে খুব বেশি কঠিন মনে হচ্ছিল না ভারতীয় দলের কাছে। কিন্তু বাংলাদেশ জোরে বোলারদের দাপটে এই রানই পাহাড়প্রমাণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয় ওভারেই আয়ুশ মাত্রেকে (‌১)‌ তুলে নেন আল ফাহাদ। পঞ্চম ওভারে বৈভব সূর্যবংশীকে (‌৯)‌ তুলে নিয়ে ভারতকে বড় ধাক্কা দেন মারুফ মৃধা। ভারতের রান তখন ২৪। আরও ২০ রান যোগ হতে না হতেই আবার ধাক্কা। আন্দ্রে সিদ্ধার্থকে (২০) ফেরান রিজান হাসান।
এরপর ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক মহম্মদ আমান ও কেপি কার্তিকেয়া। ২১তম ওভারে ৩ বলের ব্যবধানে কেপি কার্তিকেয়া (২১) ও নিখিল কুমারকে (০) তুলে নিয়ে ভারতকে ম্যাচ থেকে কার্যত ছিটকে দেন ইকবাল হোসেন ইমন। নিজের পরের ওভারে হরবংশ পাঙ্গুলিয়াকেও (‌৬)‌ ফেরান। ৩ ওভার পর কিরণ চোরমালেকে (‌১)‌ ফেরান আল ফাহাদ। একপ্রান্তে উইকেট পড়তে থাকলেও অন্যপ্রান্ত আগলে পড়েছিলেন অধিনায়ক আমান। শেষ পর্যন্ত ৬৫ বলে ২৬ রান করে তিনি আউট হন। ৩৫.২ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় ভারত। বাংলাদেশের হয়ে ইকবাল হাসান ২৪ রানে ৩ উইকেট নেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!