Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২২, ২০২৩

সিকিমে কেন দলাই লামা ? বেইজিং এর কপালে ভাঁজ

আরম্ভ ওয়েব ডেস্ক
সিকিমে কেন দলাই লামা ? বেইজিং এর কপালে ভাঁজ

বছর শেষেই সিকিম সফরে যাচ্ছেন দলাই লামা । আর তাতেই কপালে ভাঁজ লাল ফৌজের, উষ্মা প্রকাশ করেছে জিংপিং এর সরকার ।

আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর সিকিম সফর করতে চলেছেন বৌদ্ধতন্ত্রের চতুর্দশ দলাই লামা । ভারত চিন সীমান্তবর্তী অঞ্চলে কেন বৌদ্ধ ধর্ম গুরু, তা নিয়ে আবারও প্ৰশ্ন তুলল চিন । এর আগেও যতবার দলাই লামা অরুণাচল প্রদেশ বা সিকিমে সফর করেছেন ততবারই আপত্তি জানিয়েছে বেইজিং । ভারতের সাথে বিস্তির্ণ সীমান্ত অঞ্চলকে নিজেদের বলে দাবি করে আসছে চিনের জিন পিং সরকার ।

বেইজিং এর বক্তব্য,  দলাই লামাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখেছে ভারত । এমনই দলাই লামা আসন্ন সিকিম সফর ঘিরে ভারত-চিন কূটনৈতিক সংঘাত আবার উত্তাপ বাড়াচ্ছে। বৌদ্ধ ধর্মাবলম্বী প্রধান রাজ্য সিকিম।
১৪ নম্বর দলাই লামা হিসেবে যিনি পরিচিত সেই তেনজিং গিয়াতসো ১৯৫১ সাল পর্যন্ত তিব্বতি সরকারের নেতৃত্ব দিয়েছিলেন । ১৯৫৯ সালে চিন সরকার তিব্বত দখল করে নেয়। সাময়িক লড়াই করে পরাজয় নিশ্চিত জেনে দলাই লামা ভারতে আশ্রয় নেন । সেই থেকে তিনি ভারতে আছেন ।

তিব্বত থেকে পালিয়ে আসার সময়ে ১৪ তম দলাই লামা এসেছিলেন অরুণাচল প্রদেশ হয়ে । সেই সময়ে তাওয়াং-এ কিছুদিন ছিলেন তিনি । পরে একাধিক বার সেই রাজ্যে এসেছল দলাই লামা । অরুণাচল প্রদেশের মতই চিনের সীমান্তে সিকিম । সেখানের বাসিন্দাদের প্রায় ২৮ শতাংশ বৌদ্ধ । এছাড়াও অনেক তিব্বতি থাকে সেই রাজ্যে । এই কারণেই দলাই লামার সিকিম যাত্রা নিয়ে চিনের আপত্তি ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!