Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৫, ২০২৪

রনজি ট্রফির জন্য ঘোষিত বাংলা দল, নেই সামি, স্ট্যান্ডবাই ঈশান

আরম্ভ ওয়েব ডেস্ক
রনজি ট্রফির জন্য ঘোষিত বাংলা দল, নেই সামি, স্ট্যান্ডবাই ঈশান

রনজি ট্রফির প্রথম দু’ম্যাচের জন্য ঘোষিত হল বাংলা দল। দলে রাখা হয়েছে আবার বাংলায় ফেরা দুই অভিজ্ঞ ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ও সুদীপ চ্যাটার্জিকে। তবে ১৯ জনের দলে সুযোগ পাননি জোরে বোলার ঈশান পোড়েল। তাঁকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। পুরো ফিট না হওয়ায় দলে রাখা হয়নি মহম্মদ সামিকেও।

চোট সরিয়ে আবার জাতীয় দলে ফেরার জন্য ঘরোয়া ক্রিকেটে খেলতেই হত মহম্মদ সামিকে। বাংলার হয়ে মরশুমের প্রথম দুটি রনজি ম্যাচে খেলার কথা নিজেও জানিয়েছিলেন সামি। কিন্তু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নেটে বোলিং করার সময় গোড়ালিতে আবার নতুন করে চোট পেয়েছেন ফলে। এই মুহূর্তে তাঁর মাঠে নামাটা ঝুঁকি হয়ে যেতে পারে। তাই মহম্মদ সামিকে দলে রাখেননি বাংলা নির্বাচকরা। তাছাড়া জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকেও এখনও ফিট সার্টিফিকেট পাননি ভারতের এই জোরে বোলার।

সামিকে দলে রাখা না হলেও জাতীয় দলে খেলা অন্য দুই জোরে বোলার আকাশ দীপ ও মুকেশ কুমারকে দলে রেখেছেন বাংলার নির্বাচকরা। দলে রাখা হয়েছে অভিমন্যু ঈশ্বরণকেও। তবে এই তিনজনের খেলা নির্ভর করছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে সুযোগ পান কিনা, তার ওপর। অভিলিন ঘোষ, ঋষভ বিবেক, রোহিত কুমারর মতো কয়েকজন নতুন মুখকেও সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে থাকা যুধাজিৎ গুহকে সুযোগ দেওয়া হয়েছে।

ঘোষিত দল: অনুষ্টুপ মজুমদার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ চ্যাটার্জি, সুদীপ কুমার ঘরামি, শাহবাজ আমেদ, অভিষেক পোড়েল (উইকেটকিপার), ঋত্বিক চ্যাটার্জি, অভিলিন ঘোষ, শুভম দে, আকাশ দীপ, মুকেশ কুমার, সুরজ সিন্ধু জয়সওয়াল, মহম্মদ কাইফ, প্রদীপ্ত প্রামাণিক, আমির গনি, যুধাজিৎ গুহ, রোহিত কুমার ও ঋষভ বিবেক।

স্ট্যান্ডবাই: সৌম্যদীপ মণ্ডল, গীত পুরি, সুমিত মোহান্ত, প্রীতম চক্রবর্তী, অনন্ত সাহা ও ঈশান পোড়েল।

এ মরসুমে ১১ অক্টোবর বাইরের ম্যাচ দিয়ে রনজি অভিযান শুরু করবে বাংলা। প্রতিপক্ষ উত্তরপ্রদেশ। খেলা হবে কানপুরে। বাংলার দ্বিতীয় ম্যাচ ১৮ অক্টোবর থেকে ইডেনে বিহারের বিরুদ্ধে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!