- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১৪, ২০২৫
জাতীয় গেমসে অভাবনীয় সাফল্য । ৪৭টি পদক জিতে তালিকায় অষ্টম বাংলা

জাতীয় গেমসে পদক তালিকায় বাংলাকে অতীতে দূরবীন দিয়ে খুঁজতে হত।এবছর ছবিটা কিছুটা হলেও বদলেছে। বৃহস্পতিবারই শেষ হয়েছে এবছর জাতীয় গেমস এর আসর। পদক তালিকায় অষ্টম স্থানে শেষ করেছে। বাংলার ঝুলিতে এবছর এসেছে মোট ৪৭টি পদক। এর মধ্যে ১৬টি সোনা, ১৩টি রুপো ও ১৮টি ব্রোঞ্জ।
তাহলে খেলাধুলায় বাংলার মান কি বেড়ে গেল সে কথা অবশ্য বলা যায় এ বছর সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা ফুটবল দল পুরুষদের ক্রিকেটে অবশ্য সাফল্য আসেনি। তবে মেয়েদের অনূর্ধ্ব ১৫ জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা এবার জাতীয় গেমসেও ৪৭ টি পদক। আসলে এবছর বাংলার অ্যাথলিটদের উদ্বুদ্ধ করেছে সরকারের চাকরি দেওয়ার কথা ঘোষণা ও আর্থিক পুরস্কার।
সন্তোষ ট্রফি জয়ের পরই বাংলা ফুটবল দলের সদস্যদের চাকরি দিয়েছে রাজ্য সরকার। তেমনই জাতীয় গেমসে যাওয়ার আগে পদকজয়ী অ্যাথলিটদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেইসঙ্গে আর্থিক পুরস্কারও। যা অ্যাথলিটদের দারুনভাবে উদ্বুদ্ধ করেছে।
জাতীয় গেমসের শেষদিনে জিমন্যাস্টিক্সে এসেছে দুটি সোনা, একটি রুপো। এ ছাড়া টেবল টেনিসের মিক্সড ডাবলসে বাংলাকে সোনা এনে দিয়েছেন অনির্বাণ ঘোষ ও ঐহিকা মুখার্জি।
মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে অ্যাপারেটাস ব্যালান্সিং বিমে বিভাগে সোনা জিতেছেন বাংলার ঋতু দাস। তাঁর স্কোর ছিল ১১.৩৬৭। এই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন প্রণতি নায়েক (১০.৭৩৩)। প্রণতি বাংলার জিমন্যাস্ট হলেও জাতীয় গেমসে প্রতিনিধিত্ব করেন ওডিশার হয়ে। রুপো জেতেন মহারাষ্ট্রের শতাক্ষী টাক্কে (১১.০৬৭)।
মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের অ্যাপারেটাস ফ্লোর এক্সারসাইজে সোনা জিতেছেন বাংলার প্রণতি দাস। তাঁর স্কোর ১১.৯৬৭। বাংলারই প্রতিষ্ঠা সামন্ত জিতলেন রুপো, ১১.৫৩৩ স্কোর করে। দিল্লির স্নেহা তারিয়াল জেতেন ব্রোঞ্জ। ব্যক্তিগত ও দলগত ইভেন্ট মিলিয়ে জাতীয় গেমসে তিনটি সোনা জিতলেন প্রণতি।
সাঁতার থেকে এসেছে পাঁচটি পদক। ২টি সোনা, ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ। যোগাসন থেকে তিনটি সোনা ও একটি রুপো এসেছে। অ্যাথলেটিক্স, ভারোত্তোলন ও উশুতে এসেছে ২টি করে পদক। তিরন্দাজি, ফুটবল, খো খো, জুডো, লন টেনিস ও শ্যুটিং থেকে এসেছে ১টি করে পদক।
সবচেয়ে বেশি সোনা এসেছে জিমন্যাস্টিক্স থেকে। মোট ৫টি। ৩টি করে সোনা এসেছে যোগাসন ও টেবল টেনিসে। ২টি সোনা সাঁতারে। ১টি করে সোনা এসেছে লন বল, অ্যাথলেটিক্স ও তিরন্দাজিতে। জাতীয় গেমসে বাংলার শেফ দ্য মিশন বিশ্বরূপ দে জানিয়েছেন, জাতীয় গেমসে বাংলা এবার ১৬টি সোনা জিতেছে। যা সেরা সাফল্য। রাজ্যের কাছে গর্বের মুহূর্ত।
❤ Support Us