Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ২৮, ২০২৩

এশিয়ান গেমসে ভারতীয় মহিলা ফুটবল দলে বাংলার সঙ্গীতা

আরম্ভ ওয়েব ডেস্ক
এশিয়ান গেমসে ভারতীয় মহিলা ফুটবল দলে বাংলার সঙ্গীতা

এশিয়ান গেমসের জন্য ঘোষিত হল ভারতের মহিলা ফুটবল দল। বাংলা থেকে এশিয়ান গেমসের দলে সুযোগ পেয়েছেন সঙ্গীতা বাসফোর। কল্যানীর মেয়ে সঙ্গীতা বাংলা দলের অধিনায়ক। মাঝমাঠের অন্যতম স্তম্ভ। এশিয়ান গেমসে ভারতীয় দলে সঙ্গীতা সুযোগ পাওয়ায় খুশির জোয়ার বাংলার ফুটবলমহলে।
ঘোষিত দলে সুযোগ পেয়েছেন:‌ গোলকিপার– শ্রেয়া হুডা, সৌম্যা নারায়ণস্বামী, পান্থোই চানু। ডিফেন্ডার– আশালতা দেবী, সুইটি দেবী, রীতু রানি, দালিমা ছিব্বার, অষ্টম ওরাওঁ, সঞ্জু, রঞ্জনা চানু। মিডফিল্ডার– সঙ্গীতা বাসফোর, প্রিয়াঙ্কা দেবী, ইন্দুমতী কাঠিরেসান, অঞ্জু তামাং, সৌম্যা গুগুলোথ, ডাংমেই গ্রেস। ফরোয়ার্ড– প্যারি জাক্সা, জ্যোতি, রেনু, বালা দেবী, মণীষা, সন্ধ্যা রঙ্গনাথন।
চাঁদনি স্পোর্টিং ক্লাবে ফুটবলজীবন শুরু করেছিলেন সঙ্গীতা। চাঁদনি স্পোর্টিং ক্লাবে খেলার সময়ই মাত্র ১৭ বছর বয়সে সুযোগ পেয়ে যান অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে। দেশের হয়ে খেলার সময়ই নজর কাড়েন। এরপর ভারতীয় মহিলা ফুটবল লিগ খেলার লক্ষ্যে ২০১৬ সালে সই করেন ওডিশার রাইজিং স্টুডেন্ট ক্লাবে। ২ বছরেই ক্লাবে খেলার পর যোগ দেন এসএসবি মহিলা ফুটবল ক্লাবে। ২০১৮ থেকে একটানা এই ক্লাবেই খেলে চলেছেন সঙ্গীতা।  ২০১৬ থেকে ভারতীয় সিনিয়র ফুটবল দলের নিয়মিত সদস্য। দেশের হয়ে এখনও পর্যন্ত ৪৫টি ম্যাচ খেলেছেন সঙ্গীতা।
এশিয়ান গেমসে ১৭ টি দেশকে পাঁচটি গ্রুপে রাখা হয়েছে। গ্রুপ এ, বি ও সি-তে রয়েছে তিনটি করে দেশ। ডি ও ই গ্রুপে রয়েছে চারটি করে দেশ। ভারতীয় দল রয়েছে ‘‌বি’‌ গ্রুপে। গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৩৮ নম্বরে থাকা চাইনিজ তাইপে ও ৪৬ নম্বরে থাকা থাইল্যান্ড। পাঁচটি গ্রুপের শীর্ষে থাকা দল সরাসরি পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। পাঁচটি গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলগুলি পয়েন্ট ও গোলপার্থক্যের বিচারে শেষ আটের ছাড়পত্র পাবে। এশিয়ান গেমসে এই নিয়ে তৃতীয়বার অংশ নিচ্ছে ভারতের মহিলা ফুটবল দল। ১৯৯৮ সালের ব্যাঙ্কক ও ২০১৪ সালে ইনচিওন এশিয়ান গেমসের পর এবছর হ্যাংঝাউতে। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!