- ভা | ই | রা | ল
- মে ১৪, ২০২২
৩ লক্ষ টাকার বিরিয়ানির বিল! কাটোয়া হাসপাতালে আর্থিক দুর্নীতির পর্দাফাঁস

বড়সড় আর্থিক কেলেঙ্কারি পর্দাফাঁস পূর্ব বর্ধমানের কাটোয়া হাসপাতালে । জানা গিয়েছে, সদ্য কাটোয়া হাসপাতালের সুপারের দায়িত্ব নিয়েছেন সৌভক আলম । তাঁর আগে সুপার ছিলেন রতন শাসমল। নতুন সুপারের কাছে একগুচ্ছ বিল জমা পড়েছে । কোনও বিলেরই নাকি টাকা দেওয়া হয়নি! শুধু তাই নয়, দ্রুত বকেয়া মিটিয়ে দেওয়ার কিংশুক মণ্ডল নামে ঠিকাদার চাপ দিচ্ছেন বলেও অভিযোগ ।
প্রশ্ন উঠছে কীসের বিল ? টাকাইবা মেটানো হয়নি কেন ? বিলগুলি যখন পরীক্ষা করেন কাটোয়া হাসপাতালের সুপার সৌভক আলম, তখন দেখেন শুধুমাত্র বিবিয়ানি বিলই ৩ লক্ষ টাকা ! গাছ, আসবাবপত্রের বিলেও টাকার অঙ্ক নেহাতই কম নয় । ‘ওয়ার্ক ডান’ লিখে ওই বিলগুলিতে সই করেছেন পূর্বতন সুপার রতন শাসমল । এরকম অন্তত ৮১ টি বিলে ‘অসঙ্গতি’ ধরা পড়ে ।
গত বৃহস্পতিবার কাটোয়া হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠক ডাকেন সুপার সৌভক আলম । কিন্তু সমিতির সদস্যরা সেভাবে কোনও তথ্য দিতে পারেননি । তাহলে কীভাবে এত টাকা বিল জমা পড়ল? তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ । দোষীদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হবে বলে জানা গিয়েছে ।
❤ Support Us