Advertisement
  • এই মুহূর্তে
  • মার্চ ১৫, ২০২২

মাধ্যমিকে বসার ‘শাস্তি’, ছাত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ল স্বামী!

আরম্ভ ওয়েব ডেস্ক
মাধ্যমিকে বসার ‘শাস্তি’, ছাত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ল স্বামী!

প্রতীকী চিত্র ।

স্বামীর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে পরীক্ষা দিচ্ছিল বীরভূমের গোপালপুর গ্রামের এক ছাত্রী। নাম হীরা বানি খাতুন । আজই মাধ্যমিকের শেষ দিন। ভৌতবিজ্ঞান পরীক্ষায় বসতে নলহাটি গার্লস হাই স্কুলে পৌঁছেছিল হীরা । সহপাঠীদের সঙ্গে পরীক্ষার প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময়ই সেখানে উপস্থিত হয় তাঁর স্বামী রাজেশ শেখ। নিষেধ করা সত্ত্বেও কেন স্ত্রী পরীক্ষা দিতে এসেছে, সেই নিয়ে শুরু হয়ে যায় বচসা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পকেট থেকে অ্যাসিডের বোতল বের করে হীরা বানির দিকে ছুঁড়ে মারে সে বলে অভিযোগ।

অ্যাসিডে মুখ ও হাত পুড়ে যায় হীরার। সঙ্গে সঙ্গে তাকে পরীক্ষা কেন্দ্র থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত চিকিৎসা চলছে তার। শেষ পরীক্ষা দিতে পারল না হীরা । সবকটি পরীক্ষায় বসার পরও তীরে এসে তরী ডুবল ।

নলহাটি থানা এলাকার পুলিশ সূত্রে খবর,হীরা বানির মাধ্যমিক পরীক্ষা দেওয়া নিয়ে গত দু’দিন ধরেই স্বামীর সঙ্গে বচসা চলছিল। স্বামী চাইছিলেন না স্ত্রী পরীক্ষা দিক। কিন্তু তার কথা অমান্য করেই মাধ্যমিক পাশ করার স্বপ্ন দেখছিল হীরা । গতকাল রাতে দম্পতির বচসা চরমে পৌঁছায়। আর আজ স্ত্রীকে ‘উচিত শিক্ষা’ দিতে রাজেশ সোজা পৌঁছে যায় পরীক্ষা কেন্দ্রে। তারপরই এমন চরম পরিণতি হল হীরার। ইতিমধ্যেই স্থানীয়রা অভিযুক্ত রাজেশকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!