Advertisement
  • Uncategorized এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২৮, ২০২৫

ক্ষুদে পড়ুয়াদের অভিনব বইমেলা বসিরহাটে

আরম্ভ ওয়েব ডেস্ক
ক্ষুদে পড়ুয়াদের অভিনব বইমেলা বসিরহাটে

ছোটদের অভিনব বইমেলা আয়োজন হয়েছে বসিরহাটের ধলতিথা গ্রামে। মোবাইল থেকে দূরে রাখতে শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই উদ্যোক্তাদের এই আয়োজন। মেলার অভিনবত্ব হল বইয়ের স্টলে বসছে ছোটরা। বই নিচ্ছেন শিশুরা যাদের বয়স ৩ থেকে ১২–‌১৪ বছর। বইমেলা, কিন্তু সেখানে কোন বই বিক্রি হচ্ছে না। শিশুরা নিজেদের পছন্দের ২ টি করে বই মেলা থেকে বিনামূল্যে সংগ্রহ করতে পারছে।  এমনই এক অভিনব বইমেলায় ২ দিন মেতে থাকল খুদেরা। বসিরহাটের ধলতিথা গ্রামে অমরনাথ একাডেমি প্রাঙ্গণে। সেখানে বইয়ের স্টলে বসে আছে তারা সবাই চতুর্থ শ্রেণীর পড়ুয়া। ১ ১ টি স্টলে তারা নানা রকমের বই নিয়ে বসে আছে।   ছোটদের দ্বারা, ছোটদের জন্য বিনিপয়সার বইমেলার এবার তৃতীয় বর্ষ।

ধলতিথা গ্রামে অমরনাথ একাডেমি নামে একটি শিশু শিক্ষা কেন্দ্রের রজত জয়ন্তী বর্ষপূর্তিতে এবারের মেলা প্রাঙ্গন সেজেছে সমরেশ বসুর জন্ম শতবর্ষ  এবং প্রয়াত অভিনেতা , নাট্যকার মনোজ মিত্র, ওস্তাদ জাকির হোসেন, সঙ্গীত শিল্পা প্রতুল মুখার্জি‌ স্মরণ করে।   অভিনব বইমেলার আয়োজনে ব্যাপক সাড়া মিলেছে। সংগঠনের সম্পাদক স্বদেশ ভট্টচার্য বলেন, এই মেলায় শিশুরাই সব। তাদের এগিয়ে দিতে বড়রা পেছনে থাকেন। মেলায় বই দেওয়া হয় বিনিপয়সায়। ছবি, ছড়া, রূপকথা, কমিক,হাতের লেখা, সাধারণ জ্ঞান সহ শিশুদের উপযুক্ত বই এখানে রাখা হয়। সেই সঙ্গে শিশুদের উপযুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গানে অংশ নেয় শিশুরাই। মেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষিকা চায়না মিত্র, পর্বতারোহী শান্তিকুমার রায়। উপস্থিত ছিলেন আইনজীবী সীমা ভট্টাচার্য, নাট্যকর্মী কমল পাল প্রমুখ। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দেশের স্বাধীনতা সংগ্রামীদের কারাবাসের দিনগুলি নিয়ে একটি প্রদর্শনী মেলার আকর্ষণ বাড়িয়েছে।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!