- দে । শ
- অক্টোবর ৯, ২০২৪
বিভেদের ছুতমার্গ ভেঙে সম্প্রতির বার্তা, বাড়িতে দুর্গাপুজোর আয়োজন মেহতাব হোসেনের

ধর্মের বেড়াজাল ভেঙে সম্প্রতির বার্তা মেহতাব হোসেনের। বাড়িতেই দুর্গাপুজোর আয়োজন করেছেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানে দাপিয়ে খেলা এই প্রাক্তন ফুটবলার। স্ত্রী মৌমিতা হোসেন ও শ্যালক দেবাশিস রায়ের উদ্যোগেই নিউটাউনের বাড়িতে দুর্গাপুজোর আয়োজনে সামিল হয়েছেন মেহতাব হোসেন।
জাতি–ধর্মের বিভেদের ছুতমার্গ বরাবরই এড়িয়ে চলেন মেহতাব। তাঁর কাছে সবার ওপরে মানবধর্ম। তাই স্ত্রী মৌমিতার আব্দারেই এবার দুর্গাপুজোর আয়োজনে সামিল হলেন মেহতাব। মঙ্গলবার থেকেই বাড়িতে পুজোর আয়োজন শুরু হয়েছে। বুধবার ষষ্ঠীর দিন দেবীর বোধন হল। বাড়িতে দুর্গাপুজোর আয়োজন নিয়ে মেহতাব বলছিলেন, ‘এই পুজোর মূল উদ্যোক্তা আমার স্ত্রী এবং শ্যালক। মৌমিতার দীর্ঘদিনের ইচ্ছে ছিল বাড়িতে দুর্গাপুজোর আয়োজন করার। আমাকে পুজোর কথা বলতেই আমি সঙ্গে সঙ্গে রাজি হয়েছিলাম। আমার স্ত্রী ও শ্যালকই সব আয়োজন করেছে। আমি ওদের সঙ্গে সামিল হয়েছি।’
পুজো প্রসঙ্গে মেহতাব আরো বলেন, ‘সব ধর্মকে সম্মান জানানোর বিষয়টা ছোটবেলায় শিখেছি। এখনও সেটাই মেনে চলি। আমি পুজো উদ্বোধনে যাই। তাহলে পুজোর সঙ্গে যুক্ত না থাকার কোনও কারণ নেই। শাহরুখ, -সলমনরাও পুজোর সঙ্গে যুক্ত থাকেন। আমার ধর্ম আমার কাছে, আবার আমার স্ত্রী, শ্যালকের ধর্ম তাদের কাছে। এরমধ্যে কোনও সমস্যা নেই। পুজোর চারদিন বাড়িতেই থাকব। আত্মীয় স্বজনদের সঙ্গে আনন্দ করব।’ মেহতাব এবং তাঁর স্ত্রী মৌমিতার পরিবারের সদস্যরা পুজোতে সামিল হয়েছেন। মেহতাবের মল্লিকপুরের বাড়ির সদস্যরাও তাঁর নিউটাউনের বাড়িতে হাজির হয়েছেন।
মেহতাবের স্ত্রী মৌমিতা বলেন, ‘আমাদের বাড়িতে সব উৎসবই দারুণ উৎসাহের সঙ্গে পালিত হয়। ইদের সময় দুই পরিবার মিলিত হয়ে উৎসব পালন করি। পুজোতেই একইভাবে উৎসব পালন করব। পঞ্জিকা মেনে বাড়ির পুজো যেমন হয়, সেইভাবেই পুজো করব।’ ইতিমধ্যেই বাড়ির পুজোতে অষ্টমীর ভোগ খাওয়ার জন্য বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছেন মেহতাব। সবমিলিয়ে পুজো নিয়ে মেহতাবের নিউটাউনের বাড়ি এখন জমজমাট।
❤ Support Us