Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • আগস্ট ৩, ২০২৩

সরকারি আইনজীবীরা পদের মান ডোবাচ্ছেন : টিএস শিবজ্ঞানম

আরম্ভ ওয়েব ডেস্ক
সরকারি আইনজীবীরা  পদের মান ডোবাচ্ছেন : টিএস শিবজ্ঞানম

হাইকোর্টে বিভিন্ন মামলায় সরকারি আইনজীবীদের অনুপস্থিতি নিয়ে বিরক্তি প্রকাশ করলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। প্রধান বিচারপতি আইনজীবীদের তাঁদের দায়িত্ব স্মরণ করিয়ে বলেন, এভাবে সরকারি আইনজীবীরা পদের গরিমা নষ্ট করছেন।

বুধবার কলকাতা হাইকোর্টে আইআইটি খড়্গপুরের ছাত্র ফয়জান আহমেদের মৃত্যুরহস্যের তদন্ত সংক্রান্ত মামলাটি ওঠে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মামলাটি ২০ দিন ধরে শুনানির জন্য অপেক্ষায় ছিল। অবশেষে বুধবার সময় দেন প্রধান বিচারপতি। কিন্তু সেই মামলায় গরহাজির ছিলেন সরকারি আইনজীবী। মামলাটির শুনানি শুরু হতেই রাজ্যের তরফে এক আইনজীবী বলেন, এই মামলায় সওয়াল করবেন অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল সম্রাট সেন। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি বুধবার আদালতে আসতে পারেননি। তাই মামলাটির শুনানি যেন মুলতুবি রাখা হয়।

সরকারের করা মামলায় সরকারি আইনজীবী আসেননি শুনে ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। তিনি বলেন, দিনের পর দিন এটা চলতে পারে না। বারবার এই ভাবে সময় বরাদ্দ করবে না হাইকোর্ট। এভাবে পদের গরিমা নষ্ট করছেন সরকারি আইনজীবীরা।

সরকারি আমলাদের একাংশও সরকারি আইনজীবীদের এই প্রবণতায় বিরক্ত। তাদের মতে, সরকারি আইনজীবীরা ব্যক্তিগত মামলা লড়তে অন্যান্য আদালতে যাচ্ছেন। ফলে হাইকোর্টে মামলা লড়ার লোক থাকছে না। আর সেজন্য ভর্ৎসনার মুখে পড়তে হচ্ছে তাঁদের। কিন্তু রাজনৈতিক প্রশ্রয় থাকায় সরকারি আইনজীবীদের কিছু বলতেও পারছেন না আমলারা।

কলকাতা হাই কোর্টে এর আগেও এই ভাবে বিভিন্ন মামলায় সরকারি আইনজীবীদের অনুপস্থিতি নিয়ে প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতিরা উষ্মা প্রকাশ করেছেন। কিন্তু তার পরেও এই প্রবণতা বন্ধ হচ্ছে না।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!