Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ১৬, ২০২৩

বেতন ফেরতের নির্দেশে স্থগিতাদেশ, ডিভিশন বেঞ্চের রায়ে কিছুটা স্বস্তিতে চাকরি হারানো ১৯১১ শিক্ষাকর্মী

আরম্ভ ওয়েব ডেস্ক
বেতন ফেরতের নির্দেশে স্থগিতাদেশ, ডিভিশন বেঞ্চের  রায়ে কিছুটা স্বস্তিতে চাকরি হারানো ১৯১১ শিক্ষাকর্মী

আপাতত বেতন ফেরাতে হচ্ছে না নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত ১,৯১১ শিক্ষাকর্মীদের। তবে, চাকরি বাতিলের নির্দেশ বহালী থাকছে। ডিভিশন বেঞ্চের রায়ে কিছুটা হলেও স্বস্তিতে কর্মচ্যুত গ্রুপ-ডি কর্মীরা।

গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে চাকরির সুপারিশপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল আদালতের একক বেঞ্চ। একই সঙ্গে বলা হয়েছিল, ফিরিয়ে দিতে হবে বেতন। একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যান কাজ হারানো শিক্ষাকর্মীরা। তাদের দাবি, পাঁচ বছর শ্রমদানের বিনিময়ে বেতন নিয়েছেন তাঁরা। তাহলে সেই টাকা কেন ফিরিয়ে দিতে হবে?মামলাকারীদের আইনজীবী জানান, প্রত্যেক অপরাধীর বলবার সুযোগ থাকে। কিন্তু এক্ষেত্রে অভিযুক্তদের সে সুযোগ দেওয়া হয়নি। কোনোকিছু প্রমাণ না হওয়া সত্ত্বেও মাত্র একদিনের মধ্যে কীভাবে চাকরি বাতিল, বেতন ফেরতের নির্দেশ দেয় একক বেঞ্চ? পাঁচ বছর আগে পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। অথচ কমিশন এখন হার্ড ডিস্কের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে।

প্রসঙ্গত বলা প্রয়োজন, গ্রুপ ডি নিয়োগে ওএমআর শিট বিকৃতির অভিযোগে ১৯১১ জনের চাকরি বাতিল করেছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। বলা হয়েছিল চাকরির পরীক্ষায় কোনোদিনও বসতে তাঁরা পারবেন না। প্রয়োজনে নিজেদের হেফাজতে নিয়ে অভিযুক্তদের জেরা করতে পারবে সিবিয়াই। এদিন এ নিয়েও প্রশ্ন তুলেছেন মামলাকারীদের আইনজীবীর। বিচারপতি সুব্রত তালুকদার ও সুপ্রতিম মজুমদার মামলাকারীদের বক্তব্য শুনে বেতন ফেরত বাদে একক বেঞ্চের সমস্তনির্দেশ বহাল রাখেন। আগামী মার্চ মাসে মামলার পরবর্তী শুনানি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!