- এই মুহূর্তে দে । শ
- মে ১২, ২০২৩
আরিয়ান মামলার অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের সিবিআইয়ের

প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে দুর্নীতির মামলা নথিভুক্ত করেছে সিবিআই। আজ তাঁর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। ২০২১ সালের অক্টোবরে মাদক মামলায় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তার করেছিলেন এনসিবি–র এই প্রাক্তন কর্তা। সমীর ওয়াংখেড়ের মুম্বইয়ের আন্ধেরির বাড়িতে অভিযান চালাচ্ছে সিবিআই। এছাড়া এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দিল্লি, মুম্বই, রাঁচি এবং কানপুরের ২৮টি স্থানে অভিযান চালাচ্ছে।
মাদক মামলায় আরিয়ান খানকে না জড়ানোর জন্য ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন সমীর ওয়াংখেড়ে। একটি ভিজিল্যান্স রিপোর্টের ভিত্তিতে সিবিআইয়ের প্রাথমিক তদন্তের পরে ওয়াংখেড়ে এবং তিন জন সরকারি কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হয়েছিল। ভিজিল্যান্স তদন্তের সময় জানা গিয়েছিল যে, সমীর ওয়াংখেড়ে দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেছিলেন। এরপর তাঁকে চেন্নাইয়ের ডিজি ট্যাক্সপেয়ার সার্ভিস ডিরেক্টরেটে বদলি করা হয়।
২০২১ সালের অক্টোবরে ওয়াংখেড়ের নেতৃত্বে একটা দল মুম্বই ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনালে কর্ডেলিয়া ক্রুজে অভিযান চালায় এবং আরিয়ান খানসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। মামলায় প্রাথমিকভাবে মাদকদ্রব্য সেবন, সেবন ও পাচারের অভিযোগ আনা হয়। গ্রেপ্তার হওয়ার পর ২২ দিন জেল হেফাজতে কাটাতে হয়েছিল শাহরুখের ছেলে আরিয়ান খেনকে। তারপর জামিনে মুক্তি পান। জামিনে মুক্তি পেলেও তাঁর বিরুদ্ধে আদালতে মামলা চলছিল। পর্যাপ্ত প্রমাণের অভাবে শেষ পর্যন্ত ২০২২ সালের মে মাসে মাদকবিরোধী এজেন্সি দ্বারা সব অভিযোগ থেকে মুক্তি পান আরিয়ান খান।
❤ Support Us