Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ২৩, ২০২৪

টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন। মহুয়া মৈত্রর বাবা-মা, বন্ধুদের বাড়িতে এবার সিবিআই তল্লাশি

আরম্ভ ওয়েব ডেস্ক
টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন। মহুয়া মৈত্রর বাবা-মা, বন্ধুদের বাড়িতে এবার সিবিআই তল্লাশি

টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে লোকপালের নির্দেশে বৃহস্পতিবারই তৃণমুল কংগ্রেসের বহিস্কৃত সাংসদ মহুয়া মৈত্রর নামে এফআইআর দায়ের করেছিল সিবিআই। ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই তাঁর বিভিন্ন ঠিকানায় তল্লাশি শুরু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। এর মধ্যে রয়েছে মহুয়া মৈত্রর বাবা ও মায়ের নামে থাকা কলকাতার আলিপুরের অভিজাত আবাসনের ফ্ল্যাট।

শনিবার সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আলিপুরের জাজেস কোর্ট রোডে, রত্নাবলী আবাসনে ডিএল মৈত্রর বাড়িতে হানা দেয় সিবিআই। কেন্দ্রীয় বাহিনী গোটা আবাসন ঘিরে ফেলে। সকাল ৭টা থেকে তল্লাশি শুরু করেন সিবিআই আধিকারিকরা। যদিও জানা গেছে, মহুয়া মৈত্র নাকি এই আবাসনে খুব একটা আসেন না। কলকাতায় বাবার ফ্ল্যাট ছাড়াও দিল্লিতে মহুয়া মৈত্রর ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতেও হানা দিয়েছে সিবিআই।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়া মৈত্রের বিরুদ্ধে সংসদে প্রশ্ন করার বিনিময়ে ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ করেছিলেন। নিশিকান্ত দুবের অভিযোগ অনুযায়ী, মহুয়া মৈত্র লোকসভায় অন্তত ৫০ টি এমন প্রশ্ন করেছিলেন, যা হিরানন্দানি ও তাঁর পরিবারের ব্যবসার সঙ্গে সম্পর্ক যুক্ত। সংসদে প্রশ্ন করার পরিবর্তে মহুয়া মৈত্র নাকি ২ কোটি নগদ টাকা পেয়েছিলেন। মহুয়ার বিরুদ্ধে তাঁর সংসদীয় লগ ইন পাসওয়ার্ড অন্যের সঙ্গে শেয়ার করার অভিযোগও রয়েছে। মহুয়া মৈত্র অবশ্য ঘুষ নেওয়ার কথা অস্বীকার করেছেন। তবে নিজের লোকসভার পোর্টালের লগ ইন পাসেওয়ার্ড শেয়ার করার বিষয়টি স্বীকার করে নিয়েছিলেন।

লোকপাল তার আদেশে বলেছে, ‘‌রেকর্ডে থাকা সমস্ত উপাদানের যত্ন সহকারে মূল্যায়ন এবং বিবেচনা করার পরে, এই বিষয়ে কোন সন্দেহ নেই যে রেসপন্ডেন্ট পাবলিক সার্ভেন্টের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলির বেশিরভাগই যৌক্তিক প্রমাণ দ্বারা সমর্থিত। সত্য প্রতিষ্ঠার জন্য গভীর তদন্ত প্রয়োজন।’‌ লোকপাল সিবিআইকে অভিযোগের তদন্ত করে ছয় মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে। এছাড়া প্রতি মাসে সাময়িক রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!