Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২৭, ২০২৪

উত্তরাখণ্ডে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে বাযুসেনার এমআই–১৭ হেলিকপ্টার

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তরাখণ্ডে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে বাযুসেনার এমআই–১৭ হেলিকপ্টার

উত্তরাখণ্ডের নৈনিতালে ও আশপাশ অঞ্চলে ভয়াবহ দাবানলে কয়েক হেক্টর জঙ্গল ভষ্মীভূত। আগুন নেভাতে ভারতীয় বাযুসেনার এমআই–১৭ হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই একটা ভিডিও শেয়ার করেছে, যে ভিডিও–তে দেখা গেছে, ভারতীয় বায়ুসেনার একটি হেলিকপ্টার উত্তরাখণ্ডের বনের আগুন নেভাতে ভীমতাল হ্রদ থেকে জল সংগ্রহ করেছে। উত্তরাখণ্ড সরকার নৈনিতাল এবং অন্যান্য আশেপাশের এলাকায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে ভারতীয় সেনা ও বিমান বাহিনীকে যুক্ত করেছে।
নৈনিতালে জঙ্গলে আগুনের খবর পাওয়া গেছে। এয়ার ফোর্স স্টেশনের খুব কাছে এবং জেলার বেশ কয়েকটি জায়গায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার ব্যবহার করার মূল উদ্দেশ্য ছিল এয়ারফোর্স স্টেশনকে নিরাপদ রাখা। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। নৈনিতাল মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাহী আধিকারিক রাহুল আনন্দ বলেছেন, ‘‌আগুন নেভানোর জন্য নৈনিতাল হ্রদ থেকে জল নেওয়ার অনুমতি চেয়েছে ভারতীয় বায়ুসেনা। হেলিকপ্টারগুলির মাধ্যমে হ্রদ থেকে জল তুলে আগুন নেভানোর কাজ করা হচ্ছে। জল তোলার ব্যবস্থা করার জন্য হ্রদে বোটিং বন্ধ রেখেছি।’‌
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আগুনের ঘটনার গুরুত্বের কথা স্বীকার করেছেন। আজই এই নিয়ে জরুরি বৈঠক করার কথা। ধামি বলেন, ‘‌বনের আগুন আমাদের কাছে একটা শক্ত চ্যালেঞ্জ। এটা বড় আগুন। নেভানোর জন্য সেনাবাহিনীর সাহায্য চেয়েছি। হলদোয়ানিতে একটা জরুরি মিটিং করতে যাচ্ছি। দেরাদুনেও এ বিষয়ে একটা বৈঠক হবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করব।’‌ শুক্রবার জঙ্গলে আগুন আরও তীব্র হয়ে ওঠে এবং আগুনের শিখা নৈনিতালের হাইকোর্ট কলোনিতে পৌঁছেছিল।
বন বিভাগ দ্বারা জারি করা দৈনিক বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় রাজ্যের কুমায়ুন অঞ্চলে ২৬টি দাবানলের কথা জানা গেছে। গাড়োয়াল অঞ্চলে ৩৩.‌৩৪ হেক্টর বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। নৈনিতালের বিভাগীয় বন কর্মকর্তা চন্দ্রশেখর যোশি বলেন, ‘‌আগুন নেভাতে আমরা মানোরা রেঞ্জ থেকে ৪০ জন কর্মী এবং দুইজন ফরেস্ট রেঞ্জার মোতায়েন করেছি।’‌ অগ্নিকাণ্ডের কারণে নৈনি লেকে নৌবিহার নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!