- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মে ১৩, ২০২৩
গোর্কি সদনে, চিত্রে চলচ্চিত্রে মৃণাল স্মরণ
অনুষ্ঠানের সূচনা করবেন মৃণাল সেনের একাধিক ছবির নাম ভূমিকায় অভিনয় করা মাধবী মুখোপাধ্যায়

১৯৮১, ভেনিস চলচ্চিত্র উৎসবে মৃণাল সেন
শতবর্ষেও অমলিন ‘পদাতিক’। আন্তর্জাতিক স্বনামধন্য চিত্র পরিচালক মৃণাল সেনের বিশ্ববীক্ষার স্মারক স্বরূপ নির্মিত একাধিক ছবির রেশ আজও বজায় রয়েছে মননশীল বাঙালির স্মৃতিতে। একশো বছরে চলচ্চিত্রের জগতে তাঁর অবদান অসামান্য। জীবিতকালে যিনি হয়ে উঠেছিলেন কিংবদন্তী, নিঃসন্দেহে প্রয়াণের পাঁচ বছর পরও বিশেষ শ্রদ্ধা তাঁর জন্য অপেক্ষা করে থাকে। সে শ্রদ্ধাঞ্জলি জানাতে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে, রাশিয়ান সায়েন্স ফর সায়েন্স এণ্ড কালচার, নর্থ ক্যালকাটা ফিল্ম সোসাইটি, আইনস্টাইন সিনে ক্লাব, তপন সিনহা ফাউন্ডেশন ও সিনে সেন্ট্রাল ক্যালকাটা।
গোর্কি সদনে সাত দিন ব্যাপী উদযাপিত হবে মৃণাল সেন শতবর্ষ। উদ্বোধন ১৫ মে, বিকেল ৫ টা ৩০মিনিট। প্রারম্ভ থেকে শুরু করে দৈনন্দিন আলোচনা সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশের খ্যাতনামা পরিচালক তনভীর মোকাম্মেল, রাশিয়ান কাউন্সিলের ডিরেক্টর সার্জেই সুশিন, চিত্র পরিচালক গৌতম ঘোষ, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শংকর সহ শহরের হুজ -হু রা। অনুষ্ঠানের সূচনা করবেন মৃণাল সেনের একাধিক ছবির নাম ভূমিকায় অভিনয় করা মাধবী মুখোপাধ্যায়। প্রাত্যহিক আলোচনা সভায় উপস্থিত থাকবেন অমিতাভ নাগ, অঞ্জন বোস, বিপ্লব চট্টোপাধ্যায়, অশোক বিশ্বনাথন, শিলাদিত্য সেন, জ্যোতিপ্রকাশ মিত্র, শেখর দাশ প্রমুখ। আলাপচারিতায় প্রাধান্য পাবে মৃণাল সেনের ছবি নির্মাণের বিভিন্ন দিক। ১৬ থেকে ২০ তারিখ পর্যন্ত খ্যাতনামা চিত্র পরিচালকের বিখ্যাত ছবি— যেমন বাইশে শ্রাবণ, মাটির মণীষা, জেনেসিস প্রভৃতি দেখানো হবে। ১৭ ও ২১ তারিখকে বাদ দেওয়া হয়েছে। সিনেমা প্রদর্শন ছাড়াও মৃণাল সেনের ওপর লেখা বিভিন্ন বই, বিভিন্ন পত্রিকায় তাঁর প্রকাশিত প্রবন্ধ, ছবি সেগুলিও সাজানো থাকবে একাধিক টেবিলে।
❤ Support Us