Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • আগস্ট ২৯, ২০২৩

অরুণাচলকে চিন মানচিত্রে জায়গা দিল, জিনপিংকে জি-২০ বৈঠক থেকে বাদ দেওয়া হোক, মোদিকে বলল কংগ্রেস

আরম্ভ ওয়েব ডেস্ক
অরুণাচলকে চিন মানচিত্রে জায়গা দিল, জিনপিংকে জি-২০ বৈঠক থেকে বাদ দেওয়া হোক, মোদিকে বলল কংগ্রেস

গতকালই চিন নিজেদের ‘স্ট্যান্ডার্ড’ মানচিত্র প্রকাশ করেছে। তাতে অরুণাচলপ্রদেশ এবং আকসাই চিনকে চিনের অংশ হিসেবেই দেখিয়েছে বেজিং। এই আবহে এবার কংগ্রেসের তরফে কেন্দ্রকে ‘পরামর্শ’ দেওয়া হল, দিল্লির আসন্ন জি২০-র বৈঠক থেকে শি জিনপিংকে যেন আমন্ত্রণই না জানানো হয়।

ভারত ২০২৩-এ জি২০ সম্মেলনের সভাপতিত্ব করছে। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে এই  জি -২০ গোষ্ঠীর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই সম্মেলনে যোগ দিতে দিল্লি আসার কথা চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। তবে তার আগেই ফের নতুন করে ভারত-চিন সংঘাতের আবহ তৈরি হল বেজিংয়ের প্রকাশিত এই নতুন মানচিত্রকে ঘিরে। সোমবারই বেজিং সে মানচিত্র প্রকাশ করে। তাতে অরুণাচলকে নিজেদের দেশের অংশ হিসেবে দেখিয়েছে চিন।

চিনের প্রকাশিত স্ট্যান্ডার্ড মানচিত্র নিয়ে এই বিতর্ক প্রকাশ্যে আসতেই কংগ্রেসের তরফে কেন্দ্রকে পরামর্শ দেওয়া হয়েছে, ”জি-২০-র বৈঠকে দিল্লিতে যেন জিনপিংকে আসতেই না দেওয়া হয়।” কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি দাবি করেন, চিন এবং ভারতের সীমান্ত সমস্যার ইতিহাস সাক্ষী, এই জটিলতা তৈরি হয়েছে কারণ চিন আমাদের সীমান্তে আগ্রাসী মনোভাব দেখিয়ে এসেছে। তারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন জায়গায় আমাদের জমি দখল করেছে।

মণীশ তিওয়ারি এরপর বলেন, সরকারের এটা গভীর ভাবে চিন্তা করা উচিত, জিনপিংকে দিল্লিতে ডাকা হলে তা ভারতের আত্মসম্মানবোধে আঘাত হবে না ? আমাদের দেশের ২০০০ বর্গ কিলোমিটার এলাকা অবৈধ ভাবে দখল করে রেখেছে চিন। চিনের এই সদ্য প্রকাশিত মানচিত্র কোনও ভাবেই ভারত-চিন ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। চিনের উচিত ভারতের যে জমি তারা অবৈধ ভাবে দখল করে রেখেছে, তা অবিলম্বে খালি করে দেওয়া।
প্রসঙ্গত রাহুল গান্ধী বারবার দাবি করছেন, চিন অরুণাচলপ্রদেশে ভারতের ভূখণ্ড দখল করে রয়েছে, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছেন,ভারতের কোনও ভূখণ্ড চিন দখল করতে পারেনি। সম্প্রতি লাদাখ থেকেও একই দাবি করেন রাহুল গান্ধি। প্রসঙ্গত সম্প্রতি গ-২০ সম্মেলনের ফাঁকে মোদি- জিনপিং সীমান্ত সমস্যা নিরসন নিয়ে কথা হয় বলে জানা গেছে। তার পর চিনের এই স্ট্যান্ডার্ড মানচিত্র প্রকাশ কোন ইঙ্গিত দিচ্ছে? সেটাই প্রশ্ন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!