Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • আগস্ট ৩১, ২০২২

চীন সীমান্তের কাছে নিখোঁজ অরুণাচলের পর্বতারোহী তামি ম্রা।

নিখোঁজ অরুণাচল প্রদেশের প্রথম পর্বতারোহী তাপি ম্রা। সাত দিন আগে চীন সীমান্তের খুব কাছে পূর্ব কামেং জেলায় একটি অভিযানে গিয়েছিলেন তাপি ম্রা।

আরম্ভ ওয়েব ডেস্ক
চীন সীমান্তের কাছে নিখোঁজ অরুণাচলের পর্বতারোহী তামি ম্রা।

চিত্র সংগৃহীত

নিখোঁজ অরুণাচল প্রদেশের প্রথম পর্বতারোহী তাপি ম্রা। সাত দিন আগে চীন সীমান্তের খুব কাছে পূর্ব কামেং জেলায় একটি অভিযানে গিয়েছিলেন তাপি ম্রা। তারপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাপি ম্রা–র সঙ্গে যাওয়া সহযোগী নিকু দাও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ পর্বতারোহীদের খুঁজে বার করার জন্য ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। দুটি সামরিক হেলিকপ্টারও তলব করা হয়েছে। খারাপ আবহাওয়ার জন্য হেলিকপ্টারে তল্লাসি বন্ধ রাখতে হয়েছে। তাই পায়ে হেঁটে একটি দলকে তল্লাসিতে পাঠানো হয়েছে।

তামি ম্রা ও নিকু দাও অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ খায়ারউ সাতাম আরোহন করতে যাচ্ছিলেন। এই শৃঙ্গের উচ্চতা ৬৯০০ মিটার। দুজনই পূর্ব হিমালয়ের তুষারাবৃত মাউন্ট কিয়ারিসটামের দিকে। প্রায় ৫ হাজার মিটার উচ্চতায় অবস্থিত খায়ারউ সাতামের বেস ক্যাম্প থেকে ঘন বনের মধ্য দিয়ে যাত্রা করতে প্রায় ছয় থেকে সাত দিন সময় লাগে। বেস ক্যাম্পে পৌঁছনোর পর থেকে আর কোনও খবর পাওয়া যাচ্ছে না দুই পর্বতারোহীর।

মঙ্গলবার অরুণাচল প্রদেশের ক্রীড়া ও যুব কল্যান বিষয়ক মন্ত্রী মামা নাতুং বলেছেন, ‘‌দুদিন ধরে তামি ম্রা ও নিকু দাও–কে খুঁজে পাওয়া যাচ্ছে না। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে এবং প্রশাসনকে পায়ে হেঁটে অনুসন্ধান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।’ পর্বতারোহণ এবং প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশনগুলির পক্ষ থেকে তামি ম্রা ও নিকু দাও–কে খুঁজে বার করার জন্য মুখ্যমন্ত্রী পেমা খান্ডুকে সাহায্যের অনুরোধ করেছে।


❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!