Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৮, ২০২৪

বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে, সতর্কতা অবলম্বনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে, সতর্কতা অবলম্বনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে আগাম সতর্কবার্তা দি়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, এবিষয়ে উত্তরবঙ্গে বিভিন্ন জেলাশাসক এবং এসপিদের খাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে । পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে ।

রাজগঞ্জ, মাল, ক্রান্তি, জলপাইগুড়ি সদর, জলপাইগুড়ি পুর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে । এদিন মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন, ওইসব অঞ্চলে ৯টি ফ্লাড সেন্টার তৈরি হয়েছে। বেশ কিছু মানুষ ইতিমধ্যেই সেখানে আশ্রয় নিয়েছেন । কোচবিহার জেলার তুফানগঞ্জ, মাথাভাঙায় ১২টি রিলিফ সেন্টার এবং ছয়টি কিচেন খোলা হয়েছে । তিনি বলেন, ন্যাশেনাল হাইওয়ে ১০ এ ধ্বস নেমেছে, উত্তরবঙ্গের পুনর্ভবা নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে । এই এই পরিস্থিতি পর্যটকদের পাহাড়েও এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি ।

রাজ্য সেচ দফতরকেও অন্যান্য দফতরের সঙ্গে সংযোগ রেখে কাজ করার কথা বলেন তিনি । পাশাপাশি রাজ্যের উত্তরের বিভিন্ন জেলাশাসক নির্দেশ দেন যাতে বন্যা দুর্গতদের জন্য আগাম ত্রিপল এবং খাবারের ব্যবস্থা করা জন্য । এবিষয়ে সংশ্লিষ্ট পঞ্চায়েতকেও আগাম প্রস্তুতির নির্দেশ দেন তিনি ।

এদিনের সভায়, মুখ্যমন্ত্রী বলেন আত্রেয়ী নদীতে বাঁধ দেওয়ার সময় প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশ এবং চিন বাংলার সঙ্গে কোনো আলোচনা করেনি । চিনের সহায়তায় বাংলাদেশ সেখানে নদী বাঁধ দেওয়ায় জলসঙ্কট বাড়ছে দক্ষিণ দিনাজপুরে । তিনি বলেন, আগে ইন্দো বাংলাদেশ যৌথ বৈঠকে রাজ্যকে আমন্ত্রণ জানানো হত, এখন রাজ্যকে না জানিয়েই ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে কথা হল । বাংলাদেশের সঙ্গে তিস্তার জল বন্টন প্রসঙ্গে এদিন তিনি বলেন, বার্ষার জল দেখে যেন তিস্তার জলের পরিমাণ বিচার না করা হয় । ফারাক্কার জনবন্টন নিয়ে কেন্দ্র বলেছিল নদীতে ড্রেজিং করা হবে, যাতে পশ্চিমবঙ্গ জলসঙ্কট না দেখা দেয় । কিন্তু কেন্দ্র সেই প্রতিশ্রুতি রাখেনি । গঙ্গার ভাঙন রুখতে ৭০০ কোটির প্যাকেজও ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেই টাকা বাংলা পায়নি । উল্টে একতর‌ফা ভাবেই রাজ্যকে না জানিয়ে বাংলাদেশের সঙ্গে ফারক্কা চুক্তি নবীকরণের পথে যাচ্ছে কেন্দ্র ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!