শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
আগামী ১৩ সেপ্টেম্বর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব প্রসঙ্গে বেশ ক্ষোভের সঙ্গেই তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য এসব করা হচ্ছে।” আর এ ভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি-র তলব নিয়ে আরও একবার ‘রাজনৈতিক প্রতিহিংসা’র অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নের সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, ‘‘অভিষেককে সারাক্ষণ বিরক্ত করা হচ্ছে। অকারণ হেনস্থা করা হচ্ছে ওকে। কোনও প্রমাণ নেই।’’ মমতা আরও বলেন, ‘‘বারবার অভিষেককে নিম্ন আদালত, হাই কোর্ট, সুপ্রিম কোর্টে ছুটতে হচ্ছে বিচারের জন্য! কী হয়নি ওর বিরুদ্ধে?’’
এদিকে এই প্রসঙ্গে সিপিএম নেতা ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “মুখ্যমন্ত্রী বলছেন অভিষেকের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। তিনি কী বিচার ব্যবস্থার মধ্যে আছেন? তিনি কী মুখ্যমন্ত্রী হয়ে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছেন? অভিষেক কিছু না করে থাকলে মুখ্যমন্ত্রীকে কেন বলতে হচ্ছে বারবার অভিষেককে নিম্ন আদালত, হাই কোর্ট, সুপ্রিম কোর্টে ছুটতে হচ্ছে বিচারের জন্য!’’
এই প্রসঙ্গে একই মন্তব্য করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনিও বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সুরেই বলেন, “অভিষেক কিছু না করলে তাঁকে আদালতে ছুটে বেড়াতে হচ্ছে কেন?”
মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে ইডির তলব ‘নতুন প্রজন্মের উপর আক্রমণ’। এই প্রসঙ্গে তৃণমূলনেত্রী বলেন, ‘‘আসলে ওরা তরুণ প্রজন্মকে লক্ষ্যবস্তু করেছে। কিন্তু নতুন প্রজন্ম এ সব মানবে না। হিম্মত নিয়ে লড়বে।’’ রবিবার সন্ধ্যায় টুইট করে অভিষেক নিজেই জানিয়েছিলেন, ১৩ সেপ্টেম্বর, বুধবার, তাঁকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছে ইডি। ওই দিনই আবার বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র সমন্বয় কমিটির বৈঠক রয়েছে দিল্লিতে। যে কমিটির সদস্য অভিষেক। এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে অভিষেক রবিবার লিখেছিলেন, ‘‘৫৬ ইঞ্চি ছাতির কাপুরুষতা ও অন্তঃসারশূন্যতা দেখে বিস্মিত না হয়ে পারছি না।’’
এদিকে সোমবারের সাংবাদিক বৈঠক থেকে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নায়ডুর গ্রেফতারিরও সমালোচনা করেছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘চন্দ্রবাবুকে যে ভাবে গ্রেফতার করা হয়েছে, সেটাও আমি ভাল ভাবে দেখছি না। অনেক পদ্ধতি রয়েছে। তদন্ত হোক। তাই বলে প্রতিহিংসাপরায়ণ হয়ে কাউকে জেলে পাঠিয়ে দিলাম, এটা ঠিক নয়।’’ বিজেপিকে মমতা সতর্ক করে বলেন , ‘‘আজ সরকার আপনাদের। কাল অন্যরা আসবে। তখন তারাও ষদি আপনাদের বিরুদ্ধে এগুলোই করে?’’
মমতা এদিন বলেন, রাজনীতিতে কোনও দলের সঙ্গে করোও বনিবনা না হতেই পারে, তার জন্য তার ওপর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে হবে? এটা কোন গণতন্ত্র?
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34