Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ২, ২০২৪

শ্রমিকদের বকেয়ার দাবিতে ও কেন্দ্রের বঞ্চনার অভিযোগে রেড রোডে ধর্নায় মমতা ব্যানার্জি

আরম্ভ ওয়েব ডেস্ক
শ্রমিকদের বকেয়ার দাবিতে ও কেন্দ্রের বঞ্চনার অভিযোগে রেড রোডে ধর্নায় মমতা ব্যানার্জি

১০০ দিনের মধ্যে বাংলার শ্রমিকদের বকেয়া টাকা না দিলে ২ ফেব্রুয়ারি থেকে ধর্নায় বসবেন। সোমবার শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই মতো শুক্রবার রেড রোডে ধর্না মঞ্চে পৌঁছেও গিয়েছেলেন তিনি। মমতা ব্যানার্জি ধর্নায় বসার আগেই রাজ্যের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। এদিনই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ব্যাঙ্ক ট্র‌্যান্সফারের নির্দেশ দেওয়া হয়।

কেন্দ্রীয় সরকারের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে এর আগে দু’‌দিনের কর্মসূচি নিয়েছিলেন মমতা ব্যানার্জি। মে মাসে তিনি ধর্নায় বসেছিলেন। এবছরের শুরুতেও আবার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ধর্নায় বসলেন। কালো পাড়ের সাদা শাড়ি পরে এদিন রেড রোডের ধর্না মঞ্চে হাজির হন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজার মতো রাজ্যের অন্যমন্ত্রীরা। কেন্দ্র বিভিন্ন প্রকল্পের অর্থ দিচ্ছে না বলেই মুখ্যমন্ত্রীর এই ধর্না কর্মসূচি।
এদিন দুপুর ১টা নাগাদ তিনি ধর্না মঞ্চে ওঠেন মমতা ব্যানার্জি। রেড রোডে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে তিনি ধর্নায় বসেন।   মাধ্যমিক পরীক্ষার জন্য ধর্না মঞ্চে মাইক ব্যবহার করা হচ্ছে না। শনিবার পর্যন্ত চলবে এই ধর্না কর্মসূচি। ধর্না মঞ্চের পাশেই মুখ্যমন্ত্রীর অস্থায়ী দফতরও খোলা হয়েছে৷ সেখান থেকেই প্রশাসনিক কাজ সারবেন মুখ্যমন্ত্রী৷
গত ২০ ডিসেম্বর দলের সাংসদদের নিয়ে রাজ্যের বকেয়া মেটানোর দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন মমতা ব্যানার্জি। তাতেও সমস্যার সমাধান হয়নি৷ উল্টে রাজ্য সরকারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছে কেন্দ্রীয় সরকার। লোকসভা নির্বাচনের আগে রাজ্যকে বঞ্চনার অভিযোগে যে তৃণমূলনেত্রী সুর আরও চড়াবেন,তা বলার অপেক্ষা রাখে না৷
এদিকে, কাকতালীয়ভাবে মমতা ব্যানার্জি ধর্না মঞ্চে ওঠার আগেই রাজ্যের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র। তবে কেন্দ্রীয় সরকার এদিন যে অর্থ বরাদ্দ করেছে, তা অবশ্য বাংলার শ্রমিকদের বকেয়া অর্থ নয়। ইউপিএ সরকারের আমল থেকে ‘‌জাতীয় রুরাল ড্রিঙ্কিং ওয়াটার মিশন’‌ নামে একটা জলপ্রকল্প ছিল। নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর এই প্রকল্পের নামকরণ হয় ‘‌জল জীবন মিশন’‌। সুব্রত মুখার্জি রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী মন্ত্রী থাকার সময় বাড়িতে বাড়িতে পরিশ্রুত জল সরবরাহের যোজনা করেছিলেন। কেন্দ্রের বরাদ্দ অর্থ সেই প্রকল্পের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!