Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৫, ২০২৪

আপ প্রধানের তিহারেই কাটবে দিন । জামিনে ‘না’ দিল্লি হাইকোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
আপ প্রধানের তিহারেই কাটবে দিন । জামিনে ‘না’ দিল্লি হাইকোর্টের

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন অধরাই থেকে গেল। দিল্লির উচ্চ আদালত আজ তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গেল।আবগারি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে লোকসভা নির্বাচনের আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা তাঁকে গ্রেফতার করেন।

দিল্লি হাইকোর্টের অবসরকালীন বেঞ্চের বিচারপতি সুধীর কুমার জৈন বলেছেন, ‘দিল্লির মুখ্যমন্ত্রীর আবেদন গৃহীত হলেও নির্দেশ এখনই কার্যকর হবে না।’ পাশাপাশি নিম্ন আদালতের রায়কে উচ্চ আদালত সমালোচনা করে। নিম্ন আদালতে ইডির পেশ করা নথিপত্রকে খুব একটা মান্যতা দেয়নি।পাশাপাশি তারা জানায় এত নথিপত্র এখন পড়া সম্ভব নয়। এর থেকে স্পষ্ট নিম্ন আদালত এই মামলাকে খুব একটা গুরুত্ব দেয়নি । ইডির আইনজীবীর তরফে পাল্টা দাবি করা হয় নিম্ন আদালত যে রায় দিয়েছে তা ‘একতরফা। ’ দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের এহেন ভূমিকায় ক্ষুব্ধ দিল্লি হাইকোর্ট নিম্ন আদালতের পর্যবেক্ষণকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেন উচ্চ আদালতের বিচাপতি । ট্রায়াল কোর্টের বিবেচনা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তিনি।

গত ২০ জুন বৃহস্পতিবার ইডি নিম্ন আদালতের তরফে ট্রায়াল কোর্টের দেওয়া জামিনের নির্দেশকে সরাসরি চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় । তাদের যুক্তি ছিল কেজরিওয়াল এখনও দিল্লির মুখ্যমন্ত্রী। অর্থাৎ তিনি যথেষ্ট প্রভাবশালী। ফলে জামিনে মুক্তি পেলে তাঁর পক্ষে এই মামলায় প্রভাব খাটানোর একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী এবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করছেন। সুনানির দিন ২৬ জুন। দিল্লি হাইকোর্টের খারিজ হয়ে যাওয়া জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে অরবিন্দ কেজরিওয়াল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!