- কে | রি | য়া | র-ক্যা | ম্পা | স দে । শ
- জুলাই ২২, ২০২৪
অক্সফোর্ডের বিরল সম্মান তরুণ ও মেধাবি উদ্যোগী শরিফ হোসেনকে

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিরল সম্মান অর্জন করেছেন বাংলার দ্বিগবিজয়ী পতাকা গোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য শরিফ হোসেন। ডিস্টিংশন সহ প্রতিভাবান উদ্যোগীর স্বীকৃতি পেয়েছেন তিনি। ১ বছরেরও বেশি সময় জুড়ে , নানা দেশের ৩৫ দেশের ৩৫জন কৃতীর সঙ্গে সঙ্গে ‘মাস মার্কেট অর্গানাইজেশন’ নিয়ে গবেষণা করেছেন শরিফ।
‘লিঙ্কড ইন’ মাধ্যমে অত্যন্ত বিনয়ের সঙ্গে তরুণ এই বঙ্গসন্তান তাঁর অক্সফোর্ডের একাধিক শিক্ষক, প্রিয়জন এবং নিজের পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, আমি বিনম্র । খুবই কৃতজ্ঞ । লন্ডনে ড. ক্রিস মুস, সু ডপসন, রিচার্ড উটিংটন, এরো ভারা, মার্ক জে ভেন্ট্রেশকা, জনাথন ট্রেভর, পাওলো কোয়াত্রন, ম্যাথিউ ওয়ালেন এবং লরা লাওডন -এর মতো অভিজ্ঞ গবেষক ও গাইডদের অননুকরণীয় সহযোগিতা সবসময় মনে থাকবে। তাঁদের প্রতি ঋণের শেষ নেই, প্রত্যেকেই আমার পথ প্রদর্শক।
শরিফ হোসেন সমাজসেবী, শিক্ষা-প্রচারক আর বহুমুখী শিল্পের সর্বভারতীয় সংগঠক মোস্তাক হোসেনের পুত্র।শরিফ বরাবর মেধাবি আর পরিশ্রমী । উচ্চশিক্ষা অক্সফোর্ডে । বিনয় তাঁর সহজসঙ্গী। পারিবারিক সূত্রেই নিষ্ঠার সহচর তিনি।
❤ Support Us