Advertisement
  • Uncategorized
  • জানুয়ারি ২০, ২০২৫

হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

আরম্ভ ওয়েব ডেস্ক
হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

অস্কার ব্রুজো দায়িত্ব নেওয়ার পর অনেকটাই বদলে গিয়েছিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ সমর্থকরা স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। কিন্তু কয়েকটা ম্যাচের পর আবার সেই একই তিমিরে ইস্টবেঙ্গল। টানা তিন ম্যাচ হারের মুখ দেখতে হল লাল-হলুদ ব্রিগেডকে। রবিবার জহরলাল নেহেরু স্টেডিয়ামে এফসি গোয়ার কাছে হার ১-০ ব্যবধানে।

এদিন আক্রমণভাগে নতুন বিদেশি রিচার্ড সেলিসকে দিয়ে শুরু করেছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রজো। নতুন এই বিদেশি দলকে জয়ের রাস্তায় ফেরাতে ব্যর্থ। তবে না পেলেও তিনি যে চূড়ান্ত ব্যর্থ, একথা বলা যাবে না। প্রথম দিনে অনায়াসে পাস মার্ক পেতে পারেন। বেশ কয়েকটা সুযোগ যেমন তিনি তৈরি করে দিয়েছিলেন তেমনি নিজেও কয়েকটা সুযোগ অবহেলায় হারান ফলে জয় অধরাই থেকে গেল ইস্টবেঙ্গলের।

ম্যাচের শুরুটা দেখে অবশ্য মনে হয়নি হারতে পারে ইস্টবেঙ্গল। তিন মিনিটে পিভি বিষ্ণুর সামনে গোলের সুযোগ এসে গিয়েছিল। লালচুংনুঙ্গা দুর্দান্ত বল বাড়িয়েছিলেন। কিন্তু তিন কাটিতে রাখতে পারেনি বিষ্ণু। এরপর খেলা ধরে নেয় এফসি গোয়া। বারবার আক্রমণ তুলে নিয়ে আসছিলেন বাইসন, সাদিকু, বোরহারা। ম্যাচের ১৩ মিনিটে গোল পেয়ে যায়। কর্নার থেকে বল পেয়ে সেন্টার করেছিলেন বোরহা তাঁর সেন্টারে হেডে গোল করেন ব্রাইসন। মিনিট সাতেক পর সমতা ফেরানোর সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। দিয়ামানতাকোসের পাস জালে রাখতে পারেননি সেলিস। বিষ্ণুও বিপদজনকভাবে বেশ কয়েকবার বক্সে ঢুকে গিয়েও গোল করতে ব্যর্থ হন। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে এফসি গোয়া।

সমতা ফেরানোর লক্ষ্যে দ্বিতীয়ার্ধে আক্রমণের চাপ বাড়ায় ইস্টবেঙ্গল। বেশ কয়েকটি সুযোগও তৈরি হয়। ৫২ মিনিটে বিষ্ণুর পাস থেকে গোলের সহজ সুযোগ নষ্ট করেন সেলিস। বিষ্ণু এবং নন্দকুমারের সামনেও গোলের সুযোগ এসেছিল। ডেভিডও গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু কাজে লাগাতে পারেননি। ৭১ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন দিয়ামানতাকোস। তিন কাঠির নিচে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন এফসি গোয়া গোলকিপার ঋত্বিক তেওয়ারি। ফলে খালি হাতেই গোয়া থেকে ফিরতে হল ইস্টবেঙ্গলকে। লাল-হলুদ কে হারিয়ে ১৬ ম্যাচে ৩০. নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল এফসি গোয়া। অন্যদিকে ১৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরই থাকল ইস্টবেঙ্গল। সুপার সিক্সের থাকার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে গেল লা–হলুদের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!