- দে । শ প্রচ্ছদ রচনা
- মার্চ ২১, ২০২৪
রাজ্যের চার জেলাশাসক বদলের নির্দেশ দিল নির্বাচন কমিশন
পুলিশের ডিজির পর এবার চার জেলার জেলাশাসকে বদলির নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন । লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজ্যের প্রশাসনিক পদে রদবদল শুরু করেছে ইসিআই । নিরপেক্ষ নির্বাচন করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তারা ।
বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে দুই কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু বৈঠকে বসেন । তারপরই এই পদাধিকারীক বদলের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের ডিএমদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে ।
বীরভূমের জেলাশাসক ছিলেন পূর্ণেন্দু মাজি । পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরের দায়িত্বে ছিলেন যথাক্রমে বিধান রায়, সুনীল আগরওয়াল এবং তনভির আফজল ।
পশ্চিমবঙ্গের পাশাপাশি গুজরাট, পঞ্জাব ও ওড়িশার বিভিন্ন জেলার একাধিক জেলাশাসক ও পুলিশ সুপারদেরও বদলির নির্দেশ দেওয়া হয়েছে । এর আগে বেশ কয়েকটি রাজ্যের স্বরাষ্ট্র সচিবদেরও পদবদলি হয়েছে । সোমবারই এরাজ্যে পুলিশের ডিজি রাজীবকুমারকে সরিয়ে তাঁর জায়গায় স্থলাভিষিক্ত করা হয় বিবেক সহায়কে । তার ২৪ ঘণ্টা পরেই সেই দায়িত্বে আসেন সঞ্জয় মুখোপাধ্যায় ।
❤ Support Us