Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ৬, ২০২৪

‌১০০ দিনের কাজের দুর্নীতির তদন্তে ইডি, সাত সকালেই ৪ জেলায় হানা

আরম্ভ ওয়েব ডেস্ক
‌১০০ দিনের কাজের দুর্নীতির তদন্তে  ইডি, সাত সকালেই ৪ জেলায় হানা

১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে সরব রাজ্য সরকার। এবার এই ১০০ দিনের কাজের ব্যাপারেই রাজ্যকে পাল্টা চাপে ফেলার কৌশল নিয়েছে নরেন্দ্র মোদির বিজেপি সরকার। আসরে নামিয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি–কে। মঙ্গলবার সাত সকালেই একসঙ্গে রাজ্যের ৪ জেলায় হানা দেন ইডি–র আধিকারিকরা।

১০০ দিনের কাজের দুর্নীতি নিয়ে রাজ্যের বিভিন্ন থানায় পাঁচটি এফআইআর দায়ের করা হয়েছিল। সেই এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করে ইডি। মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকায় এক সরকারি আবাসনে হানা দেন ইডি আধিকারিকরা। ডেলার সংখ্যালঘু দপ্তরের এক প্রশাসনিক আধিকারিককে জিজ্ঞাসাবাদ শুরু করেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই আবাসন ঘিরে রেখেছ। খবর পেয়ে সেখানে হাজির হয় ঝাড়গ্রাম থানার পুলিশ। কিন্তু তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

এছাড়া মুর্শিদাবাদ জেলার বহরমপুরে বহিষ্কৃত পঞ্চায়েত সদস্য রথীন দে–র বাড়িতেও তল্লাশি চলছে। চুঁচুড়ার ময়নাডাঙায় এক ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছেন ইডি–র আধিকারিকরা। সেখানেও সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে। সল্টলেকের একটি আবাসনেও তল্লাশি শুরু হয়েছে। সল্টলেকের যে আবাসনে তল্লাশি চলছে, সেখানে ধনেখালির প্রাক্তন এক বিডিও থাকেন বলে জানা গেছে। রাজ্যে ১০০ দিনের কাজে জাতিগত শংসাপত্র নিয়ে ‘দুর্নীতি’র বিষয়ে তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, আগেই এই দুর্নীতির বিষয়ে হুগলির ধনেখালি থানায় একটি এবং মুর্শিদাবাদের বেলডাঙা থানায় দুটি ও অন্যান্য থানায় আরও দুটি অভিযোগ দায়ের হয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!