- এই মুহূর্তে দে । শ
- মার্চ ২৭, ২০২৪
বৃহস্পতিবার মহুয়া মৈত্রকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ ইডি-র
লোকসভা ভোটের আগে তৃণমূলের বহিষ্কৃত সংসদ মহুয়া মৈত্রের ওপর একের পর এক আক্রমণ শানিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলি। কয়েকদিন আগেই মহুয়া মৈত্রর বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়েছিল সিবিআই। এবার বিদেশী মুদ্রা সংক্রান্ত আইন লংঘন করার মামলায় বৃহস্পতিবার দিল্লিতে হাজিরা হাওয়ার নির্দেশ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আফস্পা মৈত্র ছাড়াও তার ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী দর্শন হীরানান্দানিকেও ডেকে পাঠিয়েছে ইডি।
বিদেশি মুদ্রা সংক্রান্ত আইন লংঘন করার জন্য মুম্বই, দিল্লি, কলকাতা, হায়দরাবাদসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালিয়েছে ইডি। তল্লাশি চালানোর পর দুটি সংস্থার বিরুদ্ধে বিদেশি মুদ্রা লঙ্ঘনের অভিযোগ উঠে এসেছে। সেই দুটি সংস্থা মাধ্যমে সিঙ্গাপুরে ১৮০০ কোটি টাকা পাঠানো হয়েছে। তল্লাশির সময় ইডি আড়াই কোটির বেশি টাকা নগদ বাজেয়াপ্ত করেছে। এছাড়া বিদেশি মুদ্রা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ ওঠা সংস্থা দুটি ৪৭ টি ব্যাংক অ্যাকাউন্ট করেছে ইডি।
শনিবার তাঁর বিভিন্ন ঠিকানায় সিবিআই হানা দেওয়ার পর নির্বাচন কমিশনের দারস্থ হয়েছিলেন মহুয়া মৈত্র। কমিশনের কাছে তিনি অভিযোগ করেছিলেন, তদন্ত প্রক্রিয়া চালানোর নাম করে কেন্দ্রীয় সংস্থা তাঁর নির্বাচনী প্রচারে বাধা দান করছে। এই ব্যাপারে কমিশনকে একটা গাইডলাইনও তৈরি করে দেওয়ার কথা বলেছিলেন মহুয়া মৈত্র। কমিশন ব্যবস্থা নেওয়ার আগেই ইডি মহুয়া মৈত্রকে দিল্লিতে ডেকে পাঠাল। বৃহস্পতিবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এখন দেখার মহুয়া মৈত্র যান কিনা।
❤ Support Us