Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২২, ২০২৪

অ্যাকাউন্ট বন্ধের কেন্দ্রীয় নির্দেশ, আইনি লড়াই মাস্কের

আরম্ভ ওয়েব ডেস্ক
অ্যাকাউন্ট বন্ধের কেন্দ্রীয় নির্দেশ, আইনি লড়াই মাস্কের

মত প্রকাশের স্বাধীনতার ওপর আবার হস্তক্ষেপ নরেন্দ্র মোদি সরকারের। বেশ কিছু অ্যাকাউন্ট যেখানে সরকারের বিরুদ্ধে নানারকম পোস্ট করা হয়েছে, সেই নির্দিষ্ট অ্যাকাউন্টগুলি বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এমনই দাবি করেছে এলন মাস্কের ‘‌এক্স’‌। তবে এলন মাস্কের নেতৃত্বাধীন সংস্থা সরকারের এই কাজের সঙ্গে একমত নয়। তারা বলেছে, মত প্রকাশের স্বাধীনতার ভিত্তিতে পোস্টগুলিকে আটকানো উচিত নয়।

‘‌X’‌–এর পক্ষ থেকে করা এক পোস্টে বলা হয়েছে, আইনি বিধিনিষেধের কারণে কেন্দ্রের আদেশগুলি প্রকাশ করতে তারা অক্ষম।  তবে বিশ্বাস করে যে, স্বচ্ছতার জন্য কেন্দ্রের সেই আদেশগুলি প্রকাশ্যে নিয়ে আসা দরকার। ‘‌X’‌–এর পোস্টে যে অভিযোগগুলি করা হয়েছে, সেগুলি নিয়ে কেন্দ্র এখনও প্রতিক্রিয়া জানায়নি।

ওই পোস্টে লেখা হয়েছে, ‘‌ভারত সরকার এক্সিকিউটিভ অর্ডার জারি করে বেশকিছু নির্দিষ্ট অ্যাকাউন্ট এবং পোস্ট বন্ধ করার নির্দেশ দিয়েছে। নির্দেশের পরিপ্রেক্ষিতে আমরা শুধুমাত্র ভারতে এই অ্যাকাউন্ট এবং পোস্টগুলি বন্ধ রাখব। তবে আমরা সরকারের এই পদক্ষেপের সাথে একমত নই। এই পোস্টগুলিতে মত প্রকাশের স্বাধীনতা প্রসারিত হওয়া উচিত।’‌

‘‌X’‌–এর পোস্টে আরও বলা হয়েছে, ‘‌আমাদের অবস্থানের সাথে সামঞ্জস্য রেখে ভারত সরকারের ব্লকিং আদেশকে চ্যালেঞ্জ করে একটি রিট আপিল দাখিল করা হয়েছে। আমরা ব্যবহারকারীদের আমাদের নীতি অনুসারে এই পদক্ষেপের নোটিশও দিয়েছি। আইনি সীমাবদ্ধতার কারণে আমরা আদেশগুলি প্রকাশ করতে অক্ষম। কিন্তু আমরা বিশ্বাস করি যে স্বচ্ছতার জন্য সেগুলি প্রকাশ্যে নিয়ে আসা অপরিহার্য। হয়তো জবাবদিহি করতে পারবে না বলেই স্বেচ্ছাচারী সিদ্ধান্ত গ্রহণ করেছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!