Advertisement
  • Uncategorized দে । শ
  • ডিসেম্বর ১২, ২০২২

সুপ্রিম কোর্টে আরও এক বাঙালি বিচারপতি

আরম্ভ ওয়েব ডেস্ক
সুপ্রিম কোর্টে আরও এক বাঙালি বিচারপতি

বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত আজ সুপ্রিম কোর্টের বিচারপতি রূপে শপথ নিলেন। তাকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

উল্লেখ্য এর আগে কলকাতা হাইকোর্টের অনিরুদ্ধ বসু এবং গৌহাটি হাইকোর্টের হৃষিকেশ রায় সুপ্রিম কোর্টে বাঙালি বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন । দীপঙ্কর দত্তের যোগদানে দেশের শীর্ষ আদালতে বাঙালি বিচারপতির সংখ্যা দাড়াল তিনে।
গত ২৬ শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের উদয় উমেশ ললিতের নেতৃত্বাধীন কলেজিয়াম বিচারপতি দত্তর নাম সুপারিশ করে। কিন্তু কেন্দ্রের  টালবাহানার জন্য আটকে পড়ে থাকে প্রায় আড়াই মাস।আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের পর থেকে ২০৩০ সাল পর্যন্ত দীপঙ্কর দত্ত এই দায়িত্বভার সামলাবেন।

বিচারপতি দীপঙ্কর দত্তের পিতা সলিল কুমার দত্ত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। ৮৯সালে এল এল বি সম্পূর্ন করার পর কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে তাঁর জীবনের শুভারম্ভ হয়। রাজ্য ও কেন্দ্রের কৌঁসুলি হিসেবে সুপ্রিম কোর্টে দায়িত্ব সামলেছেন।স্কুল সার্ভিস কমিশন সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের আইনজীবীর দায়িত্ব পালন করেছেন।অতিথি শিক্ষক হিসেবে পড়িয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়য়ের আইন বিভাগে। ২০০৬ সালে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হন। ২৮ শে এপ্রিল, ২০২০সালে তিনি বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েহিলেন।

বিচারপতি দত্ত সুপ্রিম কোর্টে নিযুক্ত হওয়ার পর সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা দাঁড়াল ২৮। প্রসঙ্গত কলেজিয়ামের প্রস্তাব অনুযায়ী সংখ্যাটা হওয়া উচিত ৩৪ । সেই সংখ্যা স্পর্শ করতে আরও ছয় জনের নিয়োগ এখনো প্রয়োজন। এদিন কেন্দ্রীয় আইন মন্ত্রক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বম্বে হাইকোর্টে বিচারপতি দত্তর স্থলাভিষিক্ত হবেন সঞ্জয় বিজয়কুমার গঙ্গাপুরওয়ালা। তিনি আপাতত অস্থায়ী বিচারপতি হিসেবেই বম্বে হাইকোর্টের দায়িত্ব সামলাবেন।


❤ Support Us
error: Content is protected !!