- দে । শ
- সেপ্টেম্বর ২৭, ২০২২
ইতালির প্রধানমন্ত্রীর কুরসিতে উগ্র ডানপন্থী জর্জিয়া মেলোনি?

সম্ভবত ইতালির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ডানপন্থী নেত্রী জর্জিয়া মেলোনি। সুন্দরী সুবক্তা আর ইতালির আবহমান ইতিহ্য নিয়ে সচেতন তুখোড় মহিলাবাদী মধ্যবয়সী। জন্ম অত্যন্ত গরিব পরিবারে। একসময় সবজি বিক্রি করে সংসার চালাতেন। রোজদিনের খাবার জুটত না। দক্ষিণ রোমে বামপন্থীদের নিশ্ছিদ্র ঘাঁটি বলে পরিচিত এলাকায় জর্জিয়ার হয়ে ওঠা যেমন বিস্ময়কর তেমনি দেশের সর্বশেষ নির্বাচনে নিজের দলকে যেভাবে জয়ী করেছেন তা ইতালির ইতিহাসে আরেক নতুন ইতিহাস। মুসোলিনীর পর জর্জিয়াই হবেন ইতালির সবচেয়ে রক্ষণশীল ডানপন্থী প্রধানমন্ত্রী।
❤ Support Us