- ভা | ই | রা | ল
- ফেব্রুয়ারি ৮, ২০২৩
সন্তানের জন্ম দিয়ে নজির গড়লেন কেরালার রুপান্তরকামী দম্পতি

সন্তানের জন্ম দিলেন দেশের প্রথম রূপান্তরকামী মা জাহাদ। নারী থেকে পুরুষ হয়ে ওঠার দীর্ঘ যাত্রাপথে গর্ভবতী হয়ে পড়েছিলেন তিনি। বুধবার সকাল সাড়ে নটায় ভূমিষ্ঠ হয় তার সন্তান।
কেরলের বাসিন্দা বছর জিয়া পাভাল ও জাহাদ একসঙ্গে রয়েছেন বহুদিন। ২১ বছরের পাভাল জন্মসূত্রে পুরুষ হলেও নারীর পরিচয়ে বেঁচে থাকাতেই স্বচ্ছন্দ বোধ করেন। অপর দিকে তাঁর সঙ্গী ২৩ বছরের জাহাদ শারীরিক ভাবে নারী হলেও পুরুষ রূপে বরাবর নিজের পরিচয় দিয়ে এসেছেন। হরমোন থেরাপির মাধ্যমে দিয়েছেন শুরু করেছিলেন পুরুষ হয়ে ওঠার প্রক্রিয়া। কয়েকমাস আগে সন্তান ধারণ করেন তিনি। তখনই ছেদ পড়ে এই প্রক্রিয়ায়। গর্ভস্থ শিশুর কথা মাথায় রেখে জাহাদের স্তন অপসারনের যে প্রক্রিয়া চলছিল তাও স্থগিত রাখা হয়। আজ হাসপাতালে সেই সদ্যোজাত সন্তানই দেখল পৃথিবীর আলো। ভারতে প্রথম কোনো রূপান্তরকামী দম্পতি পেলেন সন্তানের জৈবিক অভিভাবকত্বের স্বাদ। সংবাদ সংস্থার খবর, সুস্থই আছে নবজাতক ও মা জাহাদ।
রুপান্তকামী দম্পতির মা-বাবা হয়ে ওঠার খবরে খুশি নেট নাগরিকরা। গর্ভকালীন অবস্থায় ইনস্টাগ্রামে নিজেদের ছবি পোস্ট করেছিলেন তাঁরা। তখন থেকেই সুংবাদের জন্য শুভেচ্ছা জানাচ্ছিলেন অনেকে। আজ সেই খবর সামাজিক মাধ্যমে আসায় স্বভাবতই সামাজিক প্রচারমাধ্যমে জাহাদ ও পাভেলকে অভিনন্দন জানান বহু মানুষ। প্রচলিত নারী ও পুরুষের ছক বাঁধা সংজ্ঞার বিপরীত পথে হেঁটে অন্য এক রূপকথার গল্প লিখে চলেছেন পাভেল আর জাহাদ।
❤ Support Us