- এই মুহূর্তে
- মার্চ ২, ২০২২
আজ মণিপুরে প্ৰথম পৰ্যায়ের ভোট। ৫ জেলায় প্রার্থী ১৭৩।

আজ মণিপুরে প্ৰথম পৰ্যায়ে ভোট হচ্ছে, বিধানসভার ৩৮ আসনে। প্রার্থীর সংখ্যা ১৭৩ । প্রতিদ্বন্দ্বিতা মূলত বিজেপি জোট ও কংগ্রেসের মধ্যে। বিজেপি সুবিধাজনক অবস্থানে নেই । নানারকম কোন্দলও গণ অসন্তোষে আক্রান্ত । কংগ্রেস বরাবর মণিপুরে ভালো ফল করে। এবারও তারা আশাবাদী । বিজেপি কখনও মায়ানমার সীমান্ত ঘেঁষা এ রাজ্যে ক্ষমতায় আসে নি। এবার কি পারবে? নাগাও অন্যান্য জনগোষ্ঠি ক্ষুদ্ধ।
আজ সকাল ৭ টা থেকে ভোটপ্রয়োগ শুরু হয়েছে । নিরাপত্তা ব্যবস্থা কঠোর। মুখ্যমন্ত্ৰী এন বীরেন সিং বিজেপির টিকিটে ইম্ফলে দাঁড়িয়েছেন । সকালে শ্রীরান উচ্চ বিদ্যালয়ের ভোটগ্ৰহণ কেন্দ্ৰে গিয়ে ভোট দিয়েছেন । মণিপুরের পাঁচ জেলা– ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, বিষ্ণুপুৰ, কাংপোকপি আর চোরাচান্দপুরে ভোট হচ্ছে। পাঁচ জেলায় ১৭৩ প্ৰাৰ্থীর মধ্যে ১৫ জন মহিলা, প্রতিটি দলই তাঁদের গুরুত্ব দিয়েছে। কিন্তু এ পর্যন্ত বিধানসভায় মহিলাদের প্রতিনিধিত্ব কখনও সবল হয় নি।
২০১৭ সালের নিৰ্বাচনে ২৮ আসন দখল করেও কংগ্ৰেস সরকার গড়তে পারেনি। দল ভাঙিয়ে ২১ আসনে জয়ী বিজেপি। এনপিপির সমর্থনে ক্ষমতা দখল করে। এবারও কি ওই কায়দায় সরকার গড়ার প্রহসন করবে গেরুয়া শিবির ? এ রকম প্রশ্ন উঠে আসছে সীমান্তবর্তী এবং বহু জনগোষ্ঠিতে বিভক্ত ৬০ বিধানসভা আসনের রাজ্যে ।
❤ Support Us