- দে । শ
- জুলাই ৪, ২০২৩
মিশন ২০৪৭: স্বাধীনতার ১০০ বছরে অগ্রগতির লক্ষ্য কী, মন্ত্রিসভার বৈঠকে আলোচনায় প্রধানমন্ত্রী
স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত। এবার স্বাধীনতার ১০০ বছর, অর্থাৎ ২০৪৭-এর রূপরেখা তৈরি নিয়ে সোমবার দিল্লির প্রগতি কনভেনশন ময়দানে মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য রদখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মন্ত্রী পরিষদের সদস্যরা ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো-র প্রধানও উপস্থিত ছিলেন প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা এই মন্ত্রিসভার বৈঠকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বৈঠককে ‘ফলপ্রসূ’ বলে অভিহিত করেছেন। বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রত্যাশিত বৃদ্ধিকে কেন্দ্র করে একটি উপস্থাপনা ছিল মন্ত্রিসভার এই বৈঠকে। বৈঠকে প্রযুক্তি, অসামরিক বিমান চলাচল এবং মহাকাশ সহ গত নয় বছরের কাজের সাফল্য তুলে ধরা হয়।
সোমবারের মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিসভার রদবদল নিয়ে কোনও আলোচনা হয়নি। আলোচনা হয়েছে শুধুমাত্র ২০৪৭ ভিশন, রাস্তা, রেল ও বন্দর ইত্যাদির মতো ১৬টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের বিষয় নিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত অর্থনীতিতে পরিণত করার উপর জোর দিয়েছেন।
প্রধানমন্ত্রী ডিজিটাল পরিকাঠামো বৃদ্ধির বিষয়ে কথা বলতে গিয়ে বলেছেন, বিশেষ করে কোভিড ১৯ পরবর্তী পরিস্থিতিতে ভারতের বাস্তব অবস্থা তুলে ধরেন, জি২০ বৈঠক নিয়েও তাঁর মত ব্যক্ত করেন।
২০২৩-এর শেষের দিকে দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার সোমবারের বৈঠকটি ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সরকারের বিভিন্ন মন্ত্রকের লক্ষ্যমাত্রা পূরণের ওপর এই বৈঠকে জোর দেওয়া হয়েছে এবং মানুষের কাছে দ্রুত পরিঅেবা পৌঁছে দিতেও বিভিন্ন মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি বলেন, “লক্ষ্যমাত্রা পূরণে মনোযোগ দেওয়া হচ্ছে। আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, যেমন প্রধানমন্ত্রী আগেও বলেছিলেন, এটাই উন্নয়নের সঠিক সময়, বিশ্বে আমরা যেভাবে স্বীকৃত তাতে আমাদের আরও কঠোর পরিশ্রম করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতেই হবে।”
আগামী ২০ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশন পুরনো ভবনেই শুরু হবে। তার আগে বিভাগীয় মন্ত্রীদের এই অধিবেশনে আসা বিলগুলো নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রস্তুত থাকতে বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতি যুক্তরাষ্ট্র ও মিশর সফর নিয়ে একটি ভিডিও উপস্থাপনা এদিনের বৈঠকে প্রদর্শিত হয়।
❤ Support Us






