- দে । শ
- ডিসেম্বর ১৯, ২০২২
ফ্রান্সের হারে বিক্ষোভ ফুটবল অনুরাগীদের, প্যারিসের রাস্তায় জনতা-পুলিশ সংঘর্ষ

পরাজয় মানতে না পেরে ক্ষোভে উত্তাল ফ্রান্স। প্যারিসের রাস্তায় কাঁদানে গ্যাস চালাল পুলিশ।
রবিবার ফুটবল বিশ্বকাপের ফাইনালের আগেই শহরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছিল ফ্রান্সের পুলিশ প্রশাসন।পাশাপাশি শহরের কোনো জায়াণ্ট স্ক্রিন গড়ে খেলা দেখারর অনুমতি দেননি। তাই ম্যাচ দেখতে শহরের নানা জায়গায় জড়ো হয়েছিলেন ফ্রান্সের সমর্থকরা। রুদ্ধশ্বাস টানটান উত্তেজনায় ভরপুর ম্যাচে টাই ব্রেকারে পরাজিত হয় ফরাসিরা।
ফ্রান্স সমর্থকরা হার মানতে পারেননি। তাই প্যারিসের জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাতে থাকেন তারা। অভিযোগ, ক্যাম্প এলিস নামক স্থানে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে বিক্ষোভ কারীদের ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে। পাল্টা পুলিশও তাদের বিরুদ্ধে পুলিসের ওপর আতসবাজি ছোঁড়ার অভিযোগ আনে। পরে পুলিশ ভক্ত ও অনুরাগীদের বিক্ষোভ থামাতে তাদের আটক করে। যে কারণে তাদের সাথে পুলিশের সরাসরি সংঘাত সৃষ্টি হয় ।
এদিন ফাইনাল ম্যাচের একেবারে শেষ পর্যন্ত উত্তেজনা পর্যন্ত বজায় ছিল। অতিরিক্ত সময় পেরিয়ে যাওয়ার পরও ফ্রান্স ও আর্জেন্টিনা দুপক্ষের স্কোর ছিল ৩-৩। পরে পেনাল্টি শ্যুট আউটে ফ্রান্স ৪-২ গোলে হারে আর্জেন্টিনার কাছে। এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল মাঁকর। খেলা শেষে নিজের দেশের খেলোয়াড়দের সান্ত্বনা দিতে দেখা যায় ফ্রান্সের রাষ্ট্রপতিকে। তিনি টুইট করে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানান। আর পাশাপাশি নিজের দলের পাশে দাঁড়িয়ে তিনি বলেন যে তারা সমগ্র বিশ্বকাপে যে খেলা খেলেছে ,যে সংগ্রামী মানসিকতার পরিচয় দিয়েছে তার জন্য গোটা দেশ তো বটেই , বিশ্বের সমস্ত ফুটবল প্রেমীরা গর্বিত। তবে প্যারিসে আর্জেন্টিনার দূতাবাসে বহু আর্জেণ্টিনার সমর্থক ম্যাচের আনন্দ উপভোগ করেছেন।
❤ Support Us