- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১৪, ২০২২
বালিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে বৈঠকে বসতে পারেন মোদী

জি-২০ জাতিভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজই বালি উড়ে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসার পর এই প্রথম তাঁর সঙ্গে মোদী বৈঠক করবেন বলে রাজনৈতিক মহলের ধারণা।
ঋষি সুনক ছাড়াও একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন নরেন্দ্র মোদী। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে তাঁর বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়েছে। জি-২০ জাতিভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর সঙ্গেও মোদী আলোচনায় বসতে পারেন বলে ওয়াকিবহল মহলের ধারণা। তবে সকলের আগ্রহ মোদী ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর মুখোমুখি হওয়ার দিকে। ভারত চিন সম্পর্কের তিক্ততার মধ্যে এই প্রথম জিনপিং-এর মুখোমুখি হবেন ভারতের প্রধানমন্ত্রী। তবে শীর্ষ সম্মেলন চলাকালীন ভারত ও চিনের রাষ্ট্রপ্রধান দ্বিপাক্ষিক বৈঠকে বসেন কিনা, সেটাই দেখার।
জি-২০ জাতিভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, খাদ্য, স্বাস্থ্য, শক্তি সুরক্ষা, ডিজিটাল পরিবর্তনসহ একাধিক বিষয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়টাও আলোচনায় উঠে আসতে পারে। যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম কোনও আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছে রাশিয়া। যদিও বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থাকবেন না বলে আগেই জানা গিয়েছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে তিনি পশ্চিমী রাষ্ট্রপ্রধানদের মুখোমুখি হতে চান না। রাশিয়ার পররাষ্ট্র দিমিত্রি কুলেবা বৈঠকে যোগ দেবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অবশ্য বৈঠকে থাকার কথা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমেরিকা ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। ইউক্রেনকে অস্ত্র সাহায্যও করেছে। এই ব্যাপারে রাগে ফুঁসছে রাশিয়া। জি-২০ জাতিভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলনে এই নিয়ে ঝড় উঠতে পারে।
❤ Support Us