Advertisement
  • ভা | ই | রা | ল মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২৬, ২০২৩

‌কপিলদেবের ভাইরাল ‘‌অপহরণ’‌ ভিডিওর সত্যতা প্রকাশ করেছেন গম্ভীর

আরম্ভ ওয়েব ডেস্ক
‌কপিলদেবের ভাইরাল ‘‌অপহরণ’‌ ভিডিওর সত্যতা প্রকাশ করেছেন গম্ভীর

সোশাল মিডিয়ায় একটা ভিডিও ছড়িয়ে পড়েছিল। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, হাত ও মুখ বেঁধে কপিলদেবকে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটা পরিত্যক্ত ঘরের দিকে নিয়ে যাচ্ছে। কপিলের মুখে উদ্বেগের ছাপ। বারবার তিনি ঘুরে তাকাচ্ছিলেন।
ভাইরাল হওয়া এই ভিডিও দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটির সত্যতা নিয়ে জানতে চান। গম্ভীর ভিডিওর প্রকৃতি নিয়ে প্রশ্ন তোলেন। জানতে চান, এটা সত্যিকারের ফুটেজ, নাকি বিজ্ঞাপনের স্ট্যান্ট। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‌অন্য কেউ এই ভিডিও ক্লিপটি পেয়েছে?‌ আশা করব এটা আসল কপিলদেব নন। কপিল পাজি ভাল আছেন।’‌

পরে জানা যায় ওই ভিডিওটি আসলে ভারতে অনুষ্ঠিত একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রচারের অংশ। আর সেটা নিশ্চিত হয়ে গৌতম গম্ভীর মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ‘‌আরে, কপিল পাজি তো দারুণ খেলেছে। অভিনয়ের বিশ্বকাপও জিতবে। মনে রাখবেন আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ডিজনিপ্লাস হটস্টার মোবাইলেও বিনামূল্যে দেখা যাবে।’‌
দেশের হয়ে ১৩১টি টেস্ট ও ২২৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কপিলদেব। টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৪৩৮, রান করেছেন ৫২৪৮। একদিনের ক্রিকেটে উইকেট নিয়েছেন ২৫৩, রান করেছেন ৩৭৮৩। কপিলদেবের নেতৃত্বে প্রথম বিশ্বকাপ জেতে ভারত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!