Advertisement
  • ভা | ই | রা | ল
  • জানুয়ারি ৪, ২০২৩

সুলতানকে টপকে গিনিস শীর্ষে ঘানার সুলেমান

আরম্ভ ওয়েব ডেস্ক
সুলতানকে টপকে গিনিস শীর্ষে ঘানার সুলেমান

প্রতি মাসে বেড়েই চলেছেন উত্তর ঘানার এক তরুণ। নাম সুলেমান আবদুল সামেদ। বর্তমানে তাঁর উচ্চতা ৯ ফুট ৬ ইঞ্চি। অর্থাৎ ২.৮৯ মিটার। স্থানীয় হাসপাতালে চিকিৎসকদের কাছে কয়েক মাস অন্তর স্বাস্থ্য পরীক্ষা করাতে যান তিনি। গত মাসে তার উচ্চতা ছিল ৮ ফুট সাড়ে তিন ইঞ্চি। মাত্র সাত মাসেই তার এই অস্বাভাবিক উচ্চতা বৃদ্ধিতে বিস্মিত হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা।

উত্তর ঘানার এই বিস্ময় তরুণকে নিয়ে ইতিমধ্যেই চিকিৎসক মহলে আলোচনা শুরু হয়েছে। সুলেমানই বিশ্বের দীর্ঘতম মানুষ কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কারণ গিনেস বুকের তথ্য অনু্যায়ী এই রেকর্ড এখন তুরস্কের সুলতান কোসেনের দখলে। তাঁর উচ্চতা ২.৫১ মিটার। সুলেমানের এই অস্বাভাবিক উচ্চতার তথ্য যদি গিনেস বুকে নথিভুক্ত হয় তাহলে বিশ্ব তার নতুন দীর্ঘতম মানুষকে পাবে। যদিও তার উচ্চতা নিয়ে সন্দেহ রয়েছে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের কারণ যে যন্ত্রের সাহয্যে সুলেমানের উচ্চতা মাপা হত তাকেও ছাড়িয়ে গেছেন তিনি। তাই ১৬ ফুটের স্কেল দিয়ে তার উচ্চতা মাপা হয় যাতে ভুল থাকলেও থাকতে পারে বলে অনুমান হাসপাতালের কর্তৃপক্ষের।

আসলে সুলেমান মস্তিস্কের এক বিশেষ রোগে আক্রান্ত । যার নাম জায়েগ্যান্টিজম। স্থানীয়দের কাছে ‘আউচে’ নামে পরিচিত সুলেমান যখন ২২ বছর বয়সে পৌঁছোন তখনই তাঁর শরীরে এই রোগের উপসর্গগুলো ধরা পড়ে। জিভ হঠাৎ লম্বা হয়ে যাওয়া, শ্বাস জনিত কষ্ট , শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের অস্বাভাবিকভাবে হঠাৎ বেড়ে যাওয়া ইত্যাদি ছিল খুব স্বাভাবিক লক্ষণ। এরপর মারফান সিন্ড্রোম নামে এক বিশেষ জিনঘটিত রোগের কারণে তাঁর দেহের অঙ্গ সংযোগকারী কোশগুলোও বেড়ে যায়।

চিকিৎসকরা অবশ্য বলছেন মস্তিষ্কের অস্ত্রোপচারের মাধ্যমেই এই বিরল রোগের নিরাময় সম্ভব। তবে এর জন্য যে পরিকাঠামো প্রয়োজন তা ঘানার সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নেই। পরিবারের আর্থিক অক্ষমতার কারণে সুলেমানের এই অস্ত্রোপচার একপ্রকার অসম্ভবও। যদিও নিজের উচ্চতার কারণে গ্রামবাসীদের কাছে যথেষ্ট জনপ্রিয় এই দীর্ঘকায় তরুণ। গিনেস বুকে নাম ওঠার খবরে আপাতত তাকে নিয়ে মেতে উঠেছে গ্রামবাসী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!