Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ১২, ২০২২

বিধানসভার অধিবেশন ‘স্থগিত’ করলেন রাজ্যপাল

আরম্ভ ওয়েব ডেস্ক
বিধানসভার অধিবেশন ‘স্থগিত’ করলেন রাজ্যপাল

টুইট করে রাজ্য বিধানসভার অধিবেশন ‘স্থগিত’ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘সংবিধানের ১৭৪ নম্বর ধারার উপধারা ২-এর অধীনে ১২ ফেব্রুয়ারি থেকে স্থগিত থাকছে অধিবেশন।’ সঙ্গে রাজ্যপালের সই করা একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে । রাজ্যপালের ঘোষণা ঘিরে কার্যত জল্পনা শুরু হয়েছে। মার্চ মাসের প্রথম সপ্তাহেই বঙ্গ বাজেট অধিবেশনের সম্ভাবনা রয়েছে। সেখানে রাজ্যপালের এমন নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে কার্যত বিতর্ক শুরু হয়েছে। যদিও ধনখড় স্পষ্ট জানিয়েছেন, রাজ্যের মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাজ্যপাল এভাবে টুইট করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারেন না।

ঘটনায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বলেছেন, ‘এই ধরনের ঘটনা অভিপ্রেত নয়। এমন কোনও প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যপাল টুইট করে জানাতে পারেন না।’

তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের মন্তব্য— ‘রাজ্যপালের স্বভাব হয়ে গিয়েছে টুইট করা। কিছু হলেই টুইট করতে শুরু করেন। ওঁকে বলব, আপনি সবুজ মনের মানুষ। সেরকমই থাকুন। কখনও গোপন প্রেমে পড়লে আবার টুইট করে ফেলবেন না! সম্পূর্ণ এক্তিয়ারভুক্ত একটি কাজ করেছেন রাজ্যপাল। আমাদের পরিষদীয় মন্ত্রীর সঙ্গে কি আলোচনা হয়েছে এ বিষয়ে?”

রাজ্যপালের এ হেন সিদ্ধান্তে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, বাংলায় ইতিপূর্বে নির্দেশিকা জারি করে এভাবে বিধানসভার অধিবেশন স্থগিত রাখার ঘটনা আগে ঘটেনি। রাজ্য সরকার যখন স্পষ্ট করে এ বিষয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি, তখন স্বাভাবিকভাবেই রাজ্যপালের এই টুইট কাম্য নয়। রাজ্যপালের অনুমোদন যেমন জরুরি, তেমনি বিধানসভার অধিবেশনের ক্ষেত্রে রাজ্য সরকারের আহ্বান ও সিদ্ধান্ত জরুরি। সেখানে আচমকা রাজ্যপালের এ হেন বিজ্ঞপ্তি সংঘাতেরই জন্ম দেবে নতুন করে এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল।


  • Tags:
❤ Support Us
Advertisement
2024 Debasish
Advertisement
2024 Debasish
Advertisement
error: Content is protected !!