Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৩, ২০২৩

সরেজমিনে তদন্তে এবার সবজি বাজারে আনন্দ

আরম্ভ ওয়েব ডেস্ক
সরেজমিনে তদন্তে এবার সবজি বাজারে আনন্দ

রাজ্যে সব্জির দাম নিয়ন্ত্রণে এবার মাঠে নামলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সোমবার বাসন্তীর যুব তৃণমূল নেতা জিয়ারুল মোল্লার মেয়ের সঙ্গে দেখা করেন। স্থানীয় মানুষদের শান্তির আশ্বাস দেন। মিষ্টি বিলি করেন গ্রামের মানুষের মধ্যে। এ পর্যন্ত রাজনৈতিক বিষয়েই রাজ্যপাল নিজেকে নিয়োজিত রেখেছিলেন। বাসন্তী থেকে ক্যানিং হয়ে ফেরার সময় সব্জির আগুন দামের মধ্যেই হঠাৎ ভাঙড়ের সব্জির হাটে গাড়ি থামিয়ে নামলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বাসন্তী হাইওয়ে দিয়ে ফেরার সময় রাজ্যপালের গাড়ি থামল সব্জির হাটে। সব্জির দাম নিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বললেন, দিলেন ফোন নম্বর।

এদিকে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভাঙড় বাজারে পৌঁছে সব্জির দাম সম্পর্কে অনুসন্ধান চালানো নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য সরকারের বাজার বিষয়ক টাস্ক ফোর্সের আহ্বায়ক রবীন্দ্রনাথ কোলে। তিনি বলেন, “রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান। সংবিধান ঠিক করে দিয়েছে কে কোন কাজ করতে পারবেন। সেই হিসাবেই রাজ্যপাল বাজার দর অনুসন্ধানে নামতে পারেন না। এ বারতো তাহলে বিচারপতিরাও বাজারে পৌঁছে যাবেন, রাজ্যপাল তাঁর অধিকারের সীমা অতিক্রম করছেন। তিনি বাজারে গিয়ে ক্রেতা হিসাবে সব্জির দাম জানতে চাইতেই পারোন, তবে তাঁর কাজ নয় বাজার দর নিয়ন্ত্রণে বাজারে নজরদারি চালানো।”

এদিকে রাজ্যপালের এই কাজকর্ম নিয়ে বক্রোক্তি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “রাজ্যপাল ভালো কাজই করছেন, তবে রাজ্যপালের উচিত এক্ষুনি স্পেশাল ফ্লাইট নিয়ে দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গে ৩৫৫ জারি কথা বলা, শুধু ছবি না তুলে তিনি কাজের কাজ করুণ।”

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সব্জির দাম বৃদ্ধি নিয়ে বাজার বিষয়ক টাস্ক ফোর্সকে বাজারে নজরদারি চালানোর নির্দেশ দেওয়ার পর সোমবারই রাজ্যের বাজার বিষয়ক টাস্ক ফোর্স বিভিন্ন বাজারে ঘুরে দেখেন।
এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বাজারে সব্জির দাম বৃদ্ধি প্রসঙ্গে মানিকতলা ও গড়িয়াহাট বাজারের বাজার দর তুলে ধরে মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কটাক্ষ করেছেন।
এদিকে শুভেন্দু অধিকারীর এই টুইটের জবাবে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, “শুধু বাংলার বাজার দর না দেখিয়ে অন্য রাজ্যেরটাও দেখান বিরোধী দলনেতা। আসলে এর সবটাই হচ্ছে কেন্দ্রের অপরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থার জন্য।”
তবে এরই মধ্যে রাজ্যপাল রাজনীতির উর্ধ্বে উঠে এবার বাজার দর নিয়ন্ত্রণে সোজা ভাঙড় সব্জির হাটে গাড়ি থামিয়ে সব্জির দাম নিয়ে খোঁজ খবর নিলেন। ফোন নম্বর দিলেন সব্জি বিক্রেতাদের। আর রাজ্যপালের সঙ্গে কথা বলতে পেরে ভাঙড় সব্জি বাজারের বিক্রেতাদের মধ্যে উচ্ছাস নজরে এসেছে তবে অবশ্যই সব্জির দাম এর ফলে একটুও কমেনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!