- প্রচ্ছদ রচনা
- এপ্রিল ১১, ২০২২
বিশ্ব বাংলা প্রাঙ্গণ উদ্ধোধন করে মুখ্যমন্ত্রী জানালেন, এমএসএমই-তে বাংলা এক নম্বর। দেউচা পাঁচামিতে এক কোটি টাকা বিনিয়োগ হয়েছে।
সোমবার মেলা প্রাঙ্গনের উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সাজে তৈরি এই মেলার নতুন নামকরণও করলেন মমতা। এবার থেকে মিলন মেলা প্রাঙ্গনের নাম হল ‘বিশ্ব বাংলা প্রাঙ্গণ।’উদ্ধোধনী অনুষ্ঠান থেকে এদিন হাঁসখালি ধর্ষণের ঘটনা নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। মমতা বললেন, কেন ঘটনার পাঁচ দিন পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করল নির্যাতিতার পরিবার। কেন অভিযুক্তের বাবার রাজনৈতিক পরিচয় বড় করে দেখা হচ্ছে, সে নিয়েও প্রশ্ন মুখ্যমন্ত্রীর। ‘আপনি রেপ বলবেন না কি প্রেগনেন্ট বলবেন নাকি লভ অ্যাফেয়ার বলবেন…আমি পুলিশকে বলেছি, ঘটনাটি কী? ঘটনাটা খারাপ । গ্রেফতার হয়েছে । মেয়েটার নাকি লাভ অ্যাফেয়ার ছিল শুনেছি ।’ এর পর ডিজি-র কাছে জানতে চান, তিনি ঠিক বলছেন কি না। পর ক্ষণেই মমতা মন্তব্য করেন, ‘মেয়েটি মারা গিয়েছে ৫ তারিখে । অভিযোগ জানানো হয়েছে ১০ তারিখে। যদি কারও কোনও অভিযোগ থাকে তবে ৫ তারিখে অভিযোগ দায়ের করলেন না কেন? কাউকে কিছু না জানিয়ে নির্যাতিতার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে । এখন কী ভাবে এর তদন্ত করবে পুলিশ?’
সোমবারই হাঁসখালি ধর্ষণ-কাণ্ডে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আর এ দিনই এ নিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। এটা কি উত্তরপ্রদেশ যে আমরা লাভ জেহাদ নিয়ে আলোচনা বসাব? এটা বাংলা। গ্রেফতার করা হয়েছে। কোনওরকম রং না দেখেই গ্রেফতার করা হয়েছে।’ পরিবারের লোকজন তৃণমূলের সদস্য হিসেবে অভিযোগ ওঠার ঘটনায় মুখ্যমন্ত্রী বলেন, ‘কারও বাবা-দাদা যদি তৃণমূল করে আর সেই ছেলে যদি প্রেম করে তাহলে কার কী করার আছে! বাংলার রাজ্যটায় সবাই তৃণমূল। কী করবেন বলুন! তৃণমূলকে টানবার কী দরকার? তৃণমূল শুনলেই চোখে সরষে ফুল দেখছে।’
এদিনের অনুষ্ঠানে আরও একবার বাংলার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘পৃথিবীর মধ্যে বাংলা এখন এক নম্বরে। নিজেদের উপর বিশ্বাস রাখুন। মিনিস্টারি অফ মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ-তে বাংলা এক নম্বর। নিজেদের নিয়ে গর্ব করুন। ১০০ দিনের কাজেও আমরা প্রথম। সামাজিক সুরক্ষা প্রকল্পেও বাংলা এক নম্বরে। দেউচা পাঁচামিতে এক কোটি টাকা বিনিয়োগ হয়েছে। আগামীদিনে আরও বিনিয়োগ হবে।’
উল্লেখ্য, হাঁসখালিতে নাবালিকা ধর্ষণকাণ্ডের প্রতিবাদে সোমবার বিজেপি-র ডাকা ১২ ঘণ্টা বনধ চলছে। রবিবারই হাঁসখালি থানা এলাকায় বনধের ডাক দেয় বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা। এদিকে, এদিনই এই ঘটনায় অভিযুক্ত সোয়েল গোয়ালিকে গ্রেফতার করে রানাঘাট মহকুমা আদালতে পাঠায় হাঁসখালি থানার পুলিশ।
❤ Support Us