Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২৫, ২০২৩

লখনউতে, ইংল্যান্ডের বিরুদ্ধেও মাঠে নামবেন হার্দিক ? কী বলছেন চিকিৎসকরা

আরম্ভ ওয়েব ডেস্ক
লখনউতে, ইংল্যান্ডের বিরুদ্ধেও মাঠে নামবেন হার্দিক ? কী বলছেন চিকিৎসকরা

ইংল্যান্ডের বিরুদ্ধে পরের ম্যাচেও সম্ভবত মাঠে নামতে পারবেন না হার্দিক পান্ডিয়া। তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। পুরোপুরি ফিট হলেই দলের সহ–অধিনায়ককে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশের বিরুদ্ধে পুনেতে লিটন দাসের স্ট্রেট ড্রাইভ পা দিয়ে আটকাতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান হার্দিক পান্ডিয়া। বাঁপায়ের গোড়ালিতে চোট পান। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোটের জায়গা স্ক্যান করা হয়। স্ক্যানের রিপোর্ট মুম্বইয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে পাঠানো হয়। তাঁদের পরামর্শ মতোই চিকিৎসা চলছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি খেলতে পারেননি। আপাতত বিশ্রামে রয়েছেন হার্দিক।

পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলে ভারতীয় দল ধরমশালা উড়ে গেলেও দলের সঙ্গে যাননি হার্দিক পান্ডিয়া। তিনি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চলে যান। সেখানেই তাঁর রিহ্যাব চলছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, নিউজিল্যান্ড ম্যাচে খেলতে পারবেন না হার্দিক। ইংল্যান্ড ম্যাচের আগে তিনি দলের সঙ্গে লখনউ–তে যোগ দেবেন। কিন্তু, ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইংল্যান্ড ম্যাচেও সম্ভবত হার্দিক খেলতে পারবেন না। ওই কর্তা বলেছেন, ‘‌লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও সম্ভবত খেলতে পারবেন না হার্দিক। তাঁকে নিয়ে উদ্বেগের তেমন কারণ নেই। সাবধানতার জন্যই এই সিদ্ধান্ত নিতে চলেছে টিম ম্যানেজমেন্ট।’

হার্দিকের চোট খুব গুরুত্বর নয়। আসলে দলের সহ–অধিনায়ককে নিয়ে সতর্ক ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সাবধানতার জন্যই তাঁকে আরও একটা ম্যাচ বাইরে রাখতে চাইছে। যদি খেলতে গিয়ে আবার চোট পেয়ে যান, সেক্ষেত্রে বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই বাড়তি সতর্ক টিম ম্যানেজমেন্ট।

এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারত। টানা ৫ ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। আর একটা ম্যাচ জিতলেই সেমিফাইনাল কার্যত নিশ্চিত হয়ে যাবে। ফলে অহেতুক ঝুঁকি নেওয়ার কোনও মানে হয় না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!