Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ১৮, ২০২৩

ক্রিকেট জ্বরে কাঁপছে দেশ । ২০বছর আগের প্রতিশোধ নয়, ফোকাস ট্রফিতে, বললেন স্তিতধি রোহিত

আরম্ভ ওয়েব ডেস্ক
ক্রিকেট জ্বরে কাঁপছে দেশ । ২০বছর আগের প্রতিশোধ নয়, ফোকাস ট্রফিতে, বললেন স্তিতধি রোহিত

বিশ্বকাপের মতো মেগা ফাইনাল ম্যাচের আগে এতটা হালকা মেজাজে?‌ রোহিত শর্মাকে দেখলে অবাক হতেই হবে। আসলে চাপ কাটানোর একটা কৌশল। শনিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যখন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন, দারুণ খোলামেলা মেজাজ। বরং সাংবাদিকদের ‘‌লেগ পুলিং’‌ করতে ব্যস্ত ছিলেন। তবে ফোকাস বিশ্বকাপ ট্রফির দিকে। ফাইনালের আগের বিকেলে চেনা রোহিত। সংযত, যেন মেধাবী ছাত্র।

২০০৩ সালে এই অস্ট্রেলিয়ার কাছে হেরেই বিশ্বচ্যাম্পিয়নের স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। ২০ বছর পর প্রতিশোধের সুযোগ। প্রতিশোধের বিষয়টা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না রোহিত। মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, বিশ্বকাপ জয়। বিপক্ষে কোন কোন ক্রিকেটার রয়েছে, কতটা অভিজ্ঞ, সে বিষয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই। নিজের দলের ওপরেই ফোকাস করছেন।

এবারের অস্ট্রেলিয়া দলে ২০১৫ বিশ্বকাপজয়ী দলের ৬–৭ জন ক্রিকেটার রয়েছেন। সেই প্রসঙ্গে রোহিত বলেন, ‘‌আমার মনে হয় না তার জন্য ওরা কোনও বাড়তি সুবিধা পাবে। আমাদের দলেও ২০১১ বিশ্বকাপের ২ জন ক্রিকেটার রয়েছে। আসল কথা হল ক্রিকেটারদের বর্তমান ফর্ম। আমাদের দলেও অনেক ক্রিকেটার রয়েছে, যারা বিশ্বকাপ ফাইনাল না খেললেও একাধিক ফাইনাল খেলেছে।’‌

অস্ট্রেলিয়াকে নিয়ে অবশ্য খুব বেশি ভাবতে চাইছেন না রোহিত শর্মা। তবে একেবারে হালকাভাবেও নিচ্ছেন না। ফাইনালের প্রতিপক্ষ সম্পর্কে ভারতীয় দলের অধিনায়কের বিশ্লেষণ, ‘‌ওরা ৮ ম্যাচ জিতে যোগ্য দল হিসেবে ফাইনালে উঠে এসেছে। পরিপূর্ণ দল। তবে প্রতিপক্ষকে নিয়ে ভাবতে চাই না। নিজেদের ওপরই ফোকাস করতে চাই। দলগতভাবে কী করতে হবে, দলের পক্ষে কোনটা গুরুত্বপূর্ণ, সেইদিকেই ফোকাস করছি। অস্ট্রেলিয়া অচেনা প্রতিপক্ষ নয়। বিশ্বকাপের আগে ওদের বিরুদ্ধে সিরিজ খেলেছি। লিগ পর্বে ওদের বিরুদ্ধে জিতেছি। প্রত্যেকের ভূমিকা জানিয়ে দেওয়া হয়েছে। আশা করছি ফাইনাল পর্যন্ত সব ঠিকঠাক চলবে।’‌

নিজে চাপে না থাকলেও দলের মধ্যে যে হালকা চাপ রয়েছে, পরোক্ষে স্বীকার করে নিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘‌বিশ্বকাপের মতো প্রতিযোগিতার ফাইনালের আগে চাপ থাকবেই। সকলকে মানসিকভাবে তরতাজা রাখার সুযোগ দেওয়ার জন্য এদিন অপশনাল ট্রেনিং রাখা হয়েছিল। দেশের হয়ে খেলার জন্য চাপ থাকবেই। তবে আমরা শান্ত থাকার চেষ্টা করছি।’‌

ফাইনালের আগে মহম্মদ সামির টিমম্যানের কথা রোহিতের মুখে। তিনি বলেন, ‘‌শুরুর দিকটা সামির কাছে খুব কঠিন ছিল। সুযোগ পেত না। তবুও দলের সিনিয়র বোলার হিসেবে সিরাজ, বুমরাদের সবসময় সাহায্য করেছে। ও যে কতবড় টিম ম্যান, প্রতিটা মুহূর্তে বুঝিয়ে দিয়েছে। সুযোগ না পেলেও মাঠের বাইরে নিজেকে তৈরি রেখেছিল। সুযোগ পাওয়ার পর দেখিয়ে দিয়েছে কী করতে পারে। আশা করছি ফাইনালেও নিজের দক্ষতা মেলে ধরবে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!