Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৪, ২০২৩

ব্যাক্তিগত মাইলস্টোনের দিকে নজর নেই কোহলির, দাবি দ্রাবিড়ের

আরম্ভ ওয়েব ডেস্ক
ব্যাক্তিগত মাইলস্টোনের দিকে নজর নেই কোহলির, দাবি দ্রাবিড়ের

রবিবার ৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিন। ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচে সবার নজর ‘‌কিং কোহলি’‌র দিকে। ইডেন গার্ডেনে নিজের জন্মদিন কি স্মরণীয় করে রাখতে পারবেন কোহলি?‌ শচীনের ৪৯ সেঞ্চুরি স্পর্শ করা থেকে আর মাত্র এককদম দূরে। শনিবার সন্ধেয় যখন ইডেনের প্র‌্যাকটিস উইকেটের দিকে এগিয়ে যাচ্ছিলেন, গ্যালারি থেকে আওয়াজ উঠছিল , ‘‌কোহলি, সেঞ্চুরি চাই’‌। হার নেড়ে ভক্তদের আশ্বস্ত করলেন।
‌রবিবার কোহলিকে ঘিরে কতটা উন্মাদনা তৈরি হবে ইডেনে, তার আঁচ এদিনই পাওয়া গেল। কোহলির জন্মদিন স্মরণীয় করে রাখার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিল সিএবি। পরিকল্পনা করেছিল দর্শকদের মধ্যে কোহলির মাস্ক বিতরণ করা হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অনুমতি না মেলায় সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছে। তবে লেজার শো ও কেক কাটা হবে।
ইডেনে কোহলির সেঞ্চুরির প্রত্যাশায় সকলে। কোহলির ব্যাটে সেঞ্চুরি আসবে কিনা, সেটা ভবিষ্যতই বলবে। তবে ভারতীয় শিবির ব্যক্তিগত মাইলস্টোনের দিকে তাকিয়ে নেই। টানা ৮ ম্যাচ জিততেই রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। এদিন সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের হেড কো রাহুল দ্রাবিড়ের কাছে কোহলির জন্মদিন ও শচীনের মাইলস্টোনের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। দ্রাবিড় বলেন, ‘দলের কেউ ব্যক্তিগত মাইলস্টোন নিয়ে ভাবছে না। দক্ষিণ আফ্রিকাকে হারানোর দিকেই ফোকাস করছি। চলতি বিশ্বকাপে সবাই কোহলির পারফরমেন্স দেখতে পাচ্ছেন। দুর্দান্ত ব্যাটিং করছে। ইডেনেও ভাল পারফরমেন্স করার জন্য মুখিয়ে রয়েছে। ওর মধ্যে আলাদা কিছু লক্ষ্য করিনি। আমার মনে হয় না কোহলি ৪৯ কিংবা ৫০ সেঞ্চুরি নিয়ে খুব বেশি ভাবছে। দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করার দিকেই বেশি মনোযোগ দিচ্ছে কোহলি।’‌
অনেকেই মনে করছেন, ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচ বিশ্বকাপের ড্রেস রিহার্সাল। লিগ টেবিলের এক ও দুই নম্বরের লড়াই প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘‌কে কী বলছে, তা নিয়ে আমরা ভাবছি না। আমরা নিজেদের খেলার ব্যাপারে মনোযোগী। শনিবারের ম্যাচ লিগ পর্বের আর একটা ম্যাচ হিসেবেই দেখছি। ফাইনাল এখনও দু–তিনটে ম্যাচ বাকি। আমরা হোক কিংবা দক্ষিণ আফ্রিকা, দুই দলকেই আমেদাবাদে খেলার অধিকার অর্জন করতে হবে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!