- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ২৯, ২০২৩
জরিমানা ভারতের, নেমে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে লজ্জাজনক হার। হারের মাঝে ভারতীয় শিবিরে আরও বড় ধাক্কা। একদিকে যেমন মন্থর ওভার রেটের জন্য শাস্তির কবলে পড়তে হয়েছে রোহিত শর্মার দলকে, তেমনই প্রোটিয়াদের কাছে হেরে আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও নেমে এল বিপর্যয়।
নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করেছিল ভারত। সেই কারণেই শাস্তির মুখে পড়তে হয়েছে। ভারতীয় দলকে। আইসিসি-র ২.২২ ধারা অনুযায়ী স্লো ওভার রেটের জন্য ভারতীয় দলের ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা ধার্য করেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। আইসিসি-র নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে পুরো ওভার শেষ করতে না পারলে ওভার প্রতি ম্যাচ ফি-র ৫ শতাংশ জরিমানা করা হয়। ভারত ২ ওভার কম বল করায় রোহিত শর্মাদের ১০ শতাংশ জরিমানা হয়েছে।
আর্থিক জরিমানার থেকেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ভারতকে বড় মাশুল দিতে হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়। স্লো ওভার রেটের জরিমানার পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতের ২ পয়েন্ট কাটা গিয়েছে। এর ফলে ভারত টেবিলে ৬ নম্বরে নেমে গিয়েছে।
এই মুহূর্তে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দক্ষিণ আফ্রিকা রয়েছে ১ নম্বরে। সাফল্যের শতকরা হার ১০০ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তাদের সংগ্রহে ৬১.১১ শতাংশ পয়েন্ট। তিন নম্বরে রয়েছে নিউজিল্যান্ড (৫০ শতাংশ), চারে বাংলাদেশ (৫০ শতাংশ), পাঁচে অস্ট্রেলিয়া (৪১.৬৭ শতাংশ)। ৬ নম্বরে ভারত। রোহিতদের পয়েন্ট ৩৮.৮৯ শতাংশ। ৩টি টেস্ট খেলে ভারত একটাতে জিতেছে। একটা হার, একটা ড্র। পয়েন্ট ১২।
❤ Support Us