- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৬, ২০২৩
ডেঙ্গিতে আক্রান্ত শুভমান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে অনিশ্চিত

বিশ্বকাপ অভিযান শুরু আর মাত্র ৪৮ ঘন্টা বাকি। তার আগেই বড় ধাক্কা খেল ভারত। ডেঙ্গিতে আক্রান্ত ভারতীয় দলের অন্যতম সেরা তারকা শুভমান গিল। তাঁর রক্তের নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। চেন্নাইয়ে রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁর খেলার ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বুধবার চেন্নাইয়ে পা দিয়েছে ভারতীয় দল। তার পর থেকেই জ্বরে ভুগছেন শুভমান গিল। বৃহস্পতিবার জ্বর অনেকটাই বাড়ে। এমনকি অনুশীলনেও যেতে পারেননি। গোটা দিন হোটেলের রুমেই কাটান। দলের পক্ষ থেকে তড়িঘড়ি রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়। রক্ত পরীক্ষার রিপোর্টে জানা যায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন শুভমান।
ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা সূত্র সংবাদসংস্থাকে জানিয়েছে, ‘চেন্নাইয়ে নামার পর থেকেই শুভমান গিলের প্রচণ্ড জ্বর এসেছে। রক্ত পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। শুক্রবার শুভমানকে পরীক্ষা করা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে প্রথম ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন কিনা।’
দেশে এখন ডেঙ্গির প্রকোপ বাড়ছে। এটা ব্রেক–বোন ফিভার নামেও পরিচিত। ডেঙ্গি থেকে সেরে উঠেতে ১–২ সপ্তাহ সময় লাগে। অনেক ক্ষেত্রে এটা উপসর্গবিহীন। তবে সাধারম উপসর্গগুলি হল প্রবল জ্বর, মাথাব্যাথা, শরীরে ব্যাথা, বমি বমি ভাব। এসব গুলিই শুভমানের রয়েছে। ডেঙ্গির জন্য সুস্থ হয়ে ওঠার সময়টা খুবই গুরুত্বপূর্ণ। স্বাভাবিক অবস্থায় ফিরতে অনেকের বেশ কিছুদিন সময় লাগে। এখন দেখার শুভমান কবে মাঠে ফিরতে পারেন।
শুভমানের জ্বরে আক্রান্ত হওয়াটা নতুন নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ চলাকালীন জ্বরে পড়েছিলেন। জ্বরে জন্য শেষ একদিনের ম্যাচে খেলতেও পারেননি। শুধু তিনি নন, দলের আরও কয়েকজন আক্রান্ত হয়েছিলেন। অধিনায়ক রোহিত জানিয়েছিলেন। ক্রিকেটাররা ভাইরাল জ্বরে আক্রান্ত। কিন্তু এখন দেখা যাচ্ছে ডেঙ্গিতে আক্রান্ত শুভমান। আজ আবার তাঁর ডেঙ্গি পরীক্ষা হবে।
❤ Support Us