Advertisement
  • Uncategorized দে । শ
  • মে ৮, ২০২৩

জোড়াসাঁকোয় রাজ্যপালের বার্তা, সাংবিধানিক সঙ্কটে হ্যামলেটের মতো চুপ করে বসে থাকব না

আরম্ভ ওয়েব ডেস্ক
জোড়াসাঁকোয় রাজ্যপালের বার্তা, সাংবিধানিক সঙ্কটে হ্যামলেটের মতো চুপ করে বসে থাকব না

পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। সিভি আনন্দ বোস বলেছেন, রাজ্যে সাংবিধানিক সঙ্কট তৈরি হলে ব্যবস্থা নেবেন, কোনো মতেই চুপ করে বসে থাকবেন না তিনি।

এর জেরে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্কে কোনও আঁচ পরবে কিনা, সে নিয়ে উঠেছে প্রশ্ন। সোমবার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখাকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোস এই মন্তব্য করেন। তিনি বলেন, বাংলায় আইনজনিত কারণে কোনও সঙ্কট অথবা সাংবিধানিক সঙ্কট দেখা দিলে তিনি উইলিয়াম শেক্সপিয়ারের নাটকের চরিত্র হ্যামলেটের মতো চুপ করে থাকবেন না। এদিন রাজ্যপাল এই মন্তব্য করলেও বিষয়টি নিয়ে বিশদে কিছুই জানাননি।

বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক মোটের ওপর ভালোই ছিল। গত সরস্বতী পুজোর সময় রাজ্যপালের ‘হাতেখড়ি’ অনুষ্ঠানে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। তবে এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ থেকে শুরু করে রাননবমীর মিছিলকে কেন্দ্র করে রাজ্যে যে অশান্তি ছড়ায়, তার বিরুদ্ধেও মুখ খোলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর ফের এদিন রাজ্যপাল যে মন্তব্য করেছেন, তাতে সিভি আনন্দ বোসের সঙ্গে নবান্নের সম্পর্ক নতুন করে জটিল হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস যে মন্তব্য করেছেন, সেব্যাপারে সরকার কিংবা শাসকদল এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। সম্প্রতি রামনবমীর মিছিলগুলিকে কেন্দ্র করে রাজ্যে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেবিষয়েও মুখ খুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবিষয়ে বিবৃতি দিয়ে কড়া বার্তা দেন তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!