- দে । শ প্রচ্ছদ রচনা
- অক্টোবর ১২, ২০২৩
যুদ্ধবিধ্বস্ত ইসরায়েল থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে ভারত শুরু করল ‘অপারেশন অজয়’

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে আটকে পড়েছেন বিভিন্ন দেশের একাধিক পড়ুয়া। তাঁদের মধ্যে একাধিক ভারতীয় রয়েছেন। তাঁদের উদ্ধার করতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। এই লক্ষ্যেই ভারত শুরু করল “অপারেশন অজয়”, যার মাধ্যমে বিমানে করে যুদ্ধবিদ্ধস্ত ইসরায়েল থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হবে।
গত শনিবার থেকেই ক্রমশ উত্তপ্ত হচ্ছে ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধপরিস্থিতি। ইজরায়েলে আটকে পড়েছেন বহু ভারতীয় পড়ুয়া, গবেষক, পেশাদার ও চাকরিজীবী। এর মধ্যে বাংলার একাধিক ব্যক্তি ও পরিবার রয়েছে। ইজরায়েল থেকে ফিরতে ইচ্ছুক ভারতীয়দের প্রত্যাবর্তন নিশ্চিত করতে “অপারেশন অজয়” মিশন শুরু হয়েছে। এই তথ্য জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
এস জয়শঙ্কর জানিয়েছেন, “অপারেশন অজয়”-এ বিশেষ চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। বিদেশ মন্ত্রী জানিয়েছেন, আমরা বিদেশে আমাদের নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। ইজরায়েলে ভারতীয় দূতাবাসের তরফে ২৪ ঘন্টার হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। ইজরায়েলের দূতাবাসের তরফে দুর্গতদের জন্য 972-35226748 এবং 972-543278392 হেল্প লাইন নাম্বার এবং cons1.telaviv@mea.gov.in মেল আইডি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ইজরায়েল থেকে ফিরে আসতে ইচ্ছুক আমাদের নাগরিকদের ফেরত পাঠানোর সুবিধার্থে “অপারেশন অজয়” চালু করা হয়েছে।
ইজরায়েলে ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জীব সিংলা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভারতীয় নাগরিকদের নিরাপদে রাখতে দূতাবাস অবিরাম কাজ করছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়ার্কিং-এ একটি ভিডিও বার্তায় তিনি আরও বলেন, “আমরা সবাই খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তবে দয়া করে শান্ত এবং সতর্ক থাকুন এবং স্থানীয় সুরক্ষা নির্দেশিকা অনুসরণ করুন।”
❤ Support Us